আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ রেটিং

সিরাতুল মুস্তাকিম চাই, সে সমস্ত লোকের পথ, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যাদের প্রতি আল্লাহের গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে **** দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়েগেছে বিসমিল্লাহির রাহমানের রাহিম ব্লগ রেটিং অ) ব্লগারের রেটিং, ক) পাঠক একবার পড়লে ব্লগার পাবেন ১ পয়েন্ট খ) ঐ পোষ্টটি একই পাঠক দ্বিতীয়বার পড়লে ব্লগার পাবেন ২ পয়েন্ট একই ভাবে তৃতীয়বার এর জন্য ৩, ৪র্থবার এর জন্য ৪………………………… গ) পাঠক পোষ্ট পছন্দ করলে, ব্লগার পাবেন ২০ পয়েন্ট ঘ) পাঠক পোষ্ট প্রিয়তে নিলে, ব্লগার পাবেন ৫০ পয়েন্ট ঙ) পাঠক পোষ্টটি সেয়ার করলে ব্লগার পাবেন ৬০ পয়েন্ট চ) পাঠক ডাউনলোড করলে ব্লগার পাবেন ১০০ পয়েন্ট ছ) পাঠক একটি ব্লগ পড়তে যত মিনিট সময় ব্যয় করবেন, ব্লগার পাবেন মোট তত পয়েন্ট যেমন এক মিনিটে পড়লে ১ পয়েন্ট, বা ২০ মিনিট পড়লে ২০ পয়েন্ট জ) প্রতি মন্তব্যের জন্য ব্লগার পাবেন ৫ পয়েন্ট ঝ) প্রতি মন্তব্যের উত্তর দেবার জন্য ব্লগার পাবেন ১ পয়েন্ট ঞ) ব্লগার যদি একটি পোষ্ট, রিপোষ্ট দিতে চান, তবে একটা চেক বক্স এ টিক দিতে হবে, এবং এতে ব্লগারের ১০০ পয়েন্টের বিয়োগ হবে। এই সকল মান অনুপাত ও গড় করে মোট পয়েণ্টটা দেয়া হবে ১০ এর মধ্যে অথবা ১০০ এর মধ্যে। আ)পাঠকের রেটিং ক) পাঠক প্রতিটি ব্লগ পড়ার জন্য পাবেন ১ পয়েণ্ট। খ) পাঠক প্রটিটি মন্তব্য করার জন্য পাবেন ২ পয়েন্ট।

গ) সেয়ার করার জন্য পাবেন ৫ পয়েন্ট। ঘ) যত মিনিট ব্লগ পড়বেন, তত পয়েন্টও পাবেন। এই সকল মান অনুপাত ও গড় করে মোট পয়েণ্টটা দেয়া হবে ১০ এর মধ্যে অথবা ১০০ এর মধ্যে। ই) ব্লগারের নামের পাশে(যে টা পোষ্টের সাথে আসে এবং যেটা মন্তব্যের যায়গায় দেখাযায়) তার ব্লগার রেটিং ও পাঠক রেটিং আলাদে রঙ দিয়ে লেখা থাকবে। ঈ) নির্বাচিত পাতা বলতে কিছু থাকবেনা।

কারন ব্লগে গনতন্ত্র চাই। কোন পোষ্ট বেশি পাঠক পড়বেন এটা মডুরা কেন ডিসাইড করবে??!! এটা কি কেনা গোলাম সংবাদ পত্র????? উ) পোষ্টটির মান কেমন হবে ব্লগাররেটিং দেখে মোটামুটি ধারনা করা যাবে। শুধু মাত্র চটকদার নামদিয়ে ধোকা দেয়া বন্ধ হবে। ঊ) উচ্চ পাঠক রেটিং এর পাঠকদের কোন আপত্তি খুব গুরুত্ত পূর্ণ ভাবে দেখা হবে। আমি ব্লগে তুলনা মুলাক ভাবে নুতন।

ব্লগের অনেক কিছুই হয়ত এখন বুঝেই উঠতে পারিনি। পুরাতন ব্লগার ভাইরা আশা করি, মডুদের আরো ভাল পরামর্শ দিবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.