আমাদের কথা খুঁজে নিন

   

রেটিং ব্যবস্থা



প্লাস মাইনাস বাটন উঠিয়ে দেয়ার পর থেকে আজে বাজে প্রচুর ব্লগে কমেন্টের সংখ্যা বেড়েছে। দেখে মজাই লাগছে যে এক দিকে পুরা ব্লগ যেমন মাইনাস প্লাস বাটন পুনর্বহাল করার দাবিতে উত্তাল অন্য দিকে কর্তৃপক্ষের উদ্দেশ্য হাসিল। নতুন রেটিং সিস্টেমের ইতিবাচক দিকটি এখন ব্লগে দেখা যাচ্ছে। পোষ্ট ভালো লাগলে প্লাস দেয়ার পাশাপাশি প্রায় সবাই কম বেশি মন্তব্য করত। কিন্তু খারাপ লাগলে বেশিরভাগই কোন রকম মাইনাস বাটনে চাপ দিয়েই চলে যেত।

আর এখন যে পোষ্ট যত বেশি খারাপ সেখানে কমেন্টের সংখ্যা আগের চেয়ে ৩/৪ গুন বেশি। পোষ্ট খারাপ লাগলে "আপনারে মাইনাস" কথাটা বলার জন্য হলে ও একটা কমেন্ট করতে হয়। প্লাস/মাইনাস বাটন চাই সম্বলিত প্রচুর পোষ্ট এসেছে, সবাই একজোট হয়ে শ্লোগান তুলেছে। আর আড়ালে দাঁড়িয়ে কর্তৃপক্ষ তামাশা দেখছে। আমি নিজে ও কয়েকটা পোষ্টে চাই চাই বলে চিৎকার করে রণে ভঙ্গ দিলাম।

অনেকের দাবি তারা এখনো রেটিং দিতে পারছে। তবে আমার দৃষ্টিতে এখনকার ব্যাবস্থা টা বেশ ভালো। অনেকবার এরকম দেখা গেছে যে স্রেফ কে কয়টা প্লাস মাইনাস দেয় বা মানুষের প্রতিক্রিয়া বা মজা করার জন্য অনেকে পোষ্ট দিয়েছে। প্লাস মাইসান বাটন না থাকায় এখন অনেকেই ভালো/মন্দ পোষ্টের সাথে বলেই দেয়; “মাইনাস দিতে পারবেন না !”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.