চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি
কমনওয়েলথ গেমস ২০১০
এই গেমস প্রথমত একটা ঔপনিবেশিক মানসিকতার নির্লজ্জ প্রকাশ। কমনওয়েলথ বা কমনওয়েলথ অব নেশন সেই ৫৪ টি দেশের সমন্বয়, যারা ব্রিটিশের সাম্রাজ্যভূক্ত ছিল। এখনো এই গেমস এর শুরুতে তাই আসে কুইনস ব্যাটন, রাণীর শাসনের স্মৃতি মনে করিয়ে দিতে।
এই গেমস আয়োজনের জন্য খরচ হলো লাগামছাড়া। দিল্লি শহরকে সাজিয়ে তোলার নামে বস্তি উচ্ছেদ, শ্রমিক শোষণ চলল বিরামহীন ভাবে।
আর খরচ দাঁড়ালো লাগামছাড়া। একটা হিসেব এরকম।
প্রাথমিক খরচের হিসাব ছিল ১৬২০ কোটি টাকা। শেষপর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই কমনওয়েলথ গেমস এর খরচ দাঁড়ালো ৬০,০০০ কোটি টাকা। খরচের এই বিপুল বহরের একদিকে যদি থাকে বিদেশিদের তাক লাগানোর মানসে নগর সৌন্তর্যায়নে বিপুল ব্যয়, তো অন্যদিকে আছে নানাবিধ দুর্নীতির নির্লজ্জ চিত্র
গেমস এর কেনাকাটির প্রায় সবকটি ক্ষেত্রে হয়েছে পুকুরচুরি।
কয়েকটা হিসাব এরকম -
• ২ ডলারের সাবান ৬০ ডলারে
• ২ ডলারের টয়লেট পেপার ৮০ ডলারে
• ৯৮ ডলারের আয়না ২২০ ডলারে
• ১১,৮৩০ ডলারের ট্রেডমিল ২,৫০,১৯০ ডলারে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।