আমাদের কথা খুঁজে নিন

   

দেখা হয় নাই চক্ষু মেলিয়া...

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

খুব বেশি কথা বাড়াব না। ছবিগুলোর মুড নষ্ট হয়ে যেতে পারে! শুধু বলব, এটা ইয়োরোপ-আমেরিকার কোনও অনন্য ট্যুরিস্ট স্পট না। আমাদের ঘরের কাছেই, নীলগিরি, বান্দরবান। যারা এর মাঝে ঘুরে এসেছেন, তাদের জন্য কথাগুলো বাহুল্য শোনাতে পারে।

কিন্তু যারা এখনও যাননি, কিংবা 'পরের ছুটিতে কোথায় যাওয়া যায়'-টাইপ কনফিউসনে আছেন, তারা একবার ঘুরে যেতে পারেন। ভাললাগা Guaranteed! আর কথা না বাড়াই.... ছবিতে যাই নীলগিরি পাহাড়চূড়ার একপ্রান্তে সারিবদ্ধ তাঁবুগুলো। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, অথবা বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় রাত পার করতে চান, তাদের জন্য আদর্শ! (তবে শীতের রাতে সুবিধা না হওয়ারই কথা) ছবির মত সুন্দর এই বাংলো'র নামটাও কবিতার মত সুন্দর, "আকাশলীনা"। চুড়ায় এমন আরও কয়েকটি কটেজ আছে পর্যটকদের জন্য। এবং যা ভাবছেন, তা-ই।

অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে। আর এ হল ক্যাফেটেরিয়া-কাম-রেস্ট হাউস। বুকিং ছাড়া এখানেও ঢোকার উপায় নেই। ক্যাফেটেরিয়া'র দরজা। জানতাম, লুঙ্গি নাকি আমাদের জাতীয় পোষাক।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি! রেলিঙটা পেরোলেই অসীম... দূরে....যার কোনও শেষ নেই... আর নেই তাকিয়ে থাকার কোনও ক্লান্তি.... এরপর আপলোড করতে গেলে সব আমার আর বন্ধুদের ছবিই আসতে থাকবে। তার চেয়ে নিজেকেই দেখে আসুন না ওখানে একবার? কিভাবে যাবেন? বিশেষ কোনও প্যাকেজের আওতাভুক্ত না হলে, বান্দরবান যাওয়ার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চট্টগ্রাম শহরের বহর্দ্দার হাট বাস টার্মিনালে। সেখান থেকে বান্দরবান লাইনের বাস জনপ্রতি ৭০ টাকা করে নিবে। পূরবী, পূর্বাণী এবং আরও কিছু বাস আছে এবং এটাই এই লাইনে সর্বোৎকৃষ্ট সার্ভিস। বান্দরবান শহরে পৌঁছানোর পর নীলগিরি যাওয়ার বেশ কিছু প্যাকেজ সার্ভিস আছে।

উদাহরণ দিয়ে বলি, 'বান্দরবান-শৈলপ্রপাত-চিম্বুক-নীলগিরি-বান্দরবান' প্যাকেজ-এ পিক-আপ ভাড়া পড়বে ২৫০০-৩০০০ টাকা। আট জনের দল নিয়ে গেলে জনপ্রতি ৩-৪ শ' করে পড়ে। এছাড়া পাজেরো-হাইয়েস ভাড়া করতে পারেন, যার প্যাকেজ ভাড়াও ২২০০-৩০০০ -এর মধ্যে (রিজার্ভ)। খুব ভোরে রওনা হতে পারলে মনে রাখার মত একটা দিন কাটবে আপনার। (তবে বান্দরবানে দেখার মত আরও বেশ কয়েকটা স্পট আছে।

একবার গেলে স্বর্নমন্দির, নীলাচল, মেঘলা - এসব মিস করা উচিৎ হবে না! আজকের পোস্ট শুধু 'নীলগিরি' নিয়ে, তাই এসবের ডিটেইলসে গেলাম না আর। ) রুপালী রোদে চিকচিক করা পার্বত্য চট্টগ্রাম আপনাকে ডাকছে। একবার ঘুরে এসে দেখে যান? সুইজারল্যান্ড-সিংগাপুরের চেয়ে এ কিছু কম নয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.