শূন্য
প্রেম! প্রেম! প্রেম! এই প্রেমকে নিয়েই হচ্ছে যতসব উদ্ভট সমস্যা। যখন আপনার চারপাশে অনেক রুপসী রাজকন্যা ঘুরতে থাকে , তখন হয়ত আপনি অনেকটা দিকহারা হয়ে যান , কাকে ছেড়ে কাকে ধরবেন এই চিন্তায়। পরিশেষে অত্যান্ত বোকার মত যখন সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে একজনকে বেছে নেন তখন হয়ত জানতে পারেন ইতিমধ্যে সে অন্য কারো হয়ে গেছে। জীবন তখন হয়ে উঠে সুইসাইড স্কোয়াড। কিন্তু এখানেই আপনার সবচেয়ে বড় বোকামী।
কারণ প্রেম হচ্ছে মসৃণ পথে পড়ে থাকা কলার খোসা। আপনি যে কোন সময় তাতে পা দিয়ে পিছলে পড়ে যেতে পারেন এবং তা বারবার হতে পারে। শুধু তাই না পড়ে গিয়ে হাত পা ভেঙ্গে পঙ্গু হাসপাতালে শুয়ে থাকতে হতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার নায়িকার পালোয়ান ভাই কিংবা গুন্ডামার্কা পাড়াতো ভাই থাকতে হবে। প্রেমে পড়ার আগে অবশ্যই জেনে নেবেন যার প্রেমে পড়েছেন তার বাড়ীর পাশে নদী আছে কিনা।
নাকি শুকনো ভুমি ? যদি শুকনো ভুমি থাকে তো মরেছেন। আর যদি জলজ ভুমি থাকে তবে নির্র্দ্বিধায় মনের কথা জানিয়ে দিন। কারণ আপনাকে কেউ মারতে পারবেনা। কারণ প্রেমে মরা জলে ডুবেনা (! সাতার না জানলেও!)। এখন জিজ্ঞাসা করতে পারেন কেন ডুবেনা।
উত্তরে বলব, যে কারণে মরা গরুর ভুড়ি ডুবেনা।
এবারে প্রেমের প্রস্তাবের ব্যাপারে আসি। প্রস্তাব দেবার আগে শিওর হয়ে নিবেন মেয়েটির কন্ঠস্বরের ব্যাপারে। রাজনৈতিক স্বর হলে লোকচক্ষুর অন্তরালে মনের কথা জানান। এতে লাভ হলো ক্ষেপে গিয়ে যদি চিৎকার চেঁচামেচি করে তবে কেউ শুনবেনা ।
ফলে ইজ্জত বেঁচে যাবে এবং আপনার দ্বিতীয় অপশন টিকে থাকবে।
প্রেম পরবর্তীতে যদি আপনি বিয়ের ঝামেলায় যেতে না চান তবে অবশ্যই আপনার চেয়ে বয়সে বড় কোন মেয়ের সাথে প্রেম করুন। এতে আপনি ঝামেলা মুক্ত থাকবেন এর পূর্ণ গ্যারান্টি দিচ্ছি। কারণ যখন আপনি বিয়ের বয়সী হবেন তখন আপনার সেই আপু প্রেমিকা কয়েক বাচ্চার মা।
প্রেমের ক্ষেত্রে আপনি নিজেকে কত বড় প্রেমিক মনে করেন? তুলনা খুঁজে পাচ্ছেন না? ঠিক আছে আমিই বলে দিচ্ছি আপনার কথা।
আপনার হৃদয়টি হচ্ছে ১৪২ কেজি ওজনের মিষ্টি কুমড়ার মত। কোন মানুষের পক্ষেই একাকী একে নেয়া সম্ভব না। তাই দোকানী (আপনি) একে ফালি ফালি করে কেটে রাখে। আর মানুষজন তার পছন্দমত টুকরো কিনে নেন। এই টুকরো আবার একজনের পক্ষে সাবাড় করা সম্ভব না।
তাই রাধুনি একে আরো আনেকগুলো ছোট ছোট টুকরো করে অর্ধেক রান্না করে আর অর্ধেক রেখে দেয় পরবর্তী দিনের জন্য। যদি আপনি সত্যিই বড় মাপের প্রেমিক হয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে হৃদয়ের জমি বহু প্লট ও ফ্ল্যাটে ভাগ করে নিতে হবে। এ বিষয়ে গুরু নচিকেতা বলেন ঃ
”সংকীর্ণ মনের মানুষ যারা , তারাই তো ভালবাসে একবার
যার মন বড় যত দেখে ভাল অবিরত , তারাই তো ভালবাসে বারবার”
এখানেই শেষ না , আরো আছে। সত্যিকারের প্রেমের স্বাদ চান ? তবে নির্দ্বিধায় পরকীয়ায় জড়িয়ে যান। এতে লাভ আয়কর মুক্ত।
অর্থাৎ আপনার খরচ অনেকাংশে কমে যাবে। শুধু তাইনা চেষ্টা করলে মাঝে মাঝে হাত খরচও পেয়ে যাবেন। উদাহরণ চান ? এখনই দেখে ফেলুন মেড ইন বাংলাদেশ। কারণ বাংলাদেশে এর চেয়ে বাস্তবমুখী পরকীয়ার সিনেমা আর হয়নি। তবে যদি সত্যিই সত্যিকারের প্রেমিক হিসেবে নিজেকে জাহির করতে চান এবং পাবলিকের সাপোর্ট নিতে চান , তাহলে আপনাকে অবশ্যই শাহরুখ খানের মত বিয়ের মঞ্চ থেকে অন্যের হো নে অলা বিবিকে ভাগাতে হবে।
বিশ্বাস হয়না ? তবে শাহরুখ একক নায়ক হিসেবে সুপার ডুপার হিট একটা রোমান্টিক সিনেমার নাম বলুন যেখানে সে অন্যের হো নে অলা বিবিকে ভাগায়নি। কি ? পাননি তো ? পাবেনও না। কারণ এই প্রেমই সবাই চায়।
বোকাদের জন্য প্রেমের আবাদ ক্ষেত্র কখনই প্রস্তুত থাকেনা। ফলে অনেক ক্ষেত্রে তাদের দেখা যায় বাজা জমিতে সবুজ শস্য ফলানোর অপচেষ্টা করতে।
তবে জ্ঞানীরা সব সময় চেষ্টা করে মনের সুখে ” পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই” গানটা গাওয়ার। এখানেই শেষ নয়। প্রেমের ক্ষেত্রে রয়েছে বহুবিধ মদনীয় কর্মকান্ডের সম্ভাবনা। আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে সবসময়।
সাবধানতা ঃ
ক্স প্রেমের শুরুর দিকে ভুলেও আপনার চেয়ে অধিক স্মার্ট ও আকর্ষণীয় কোন বন্ধুর সাথে আপনার প্রেমিকাকে পরিচয় করিয়ে দিবেননা।
ক্স যখন বিবাহের কথা চলবে তখন ভুলেও আপনার চেয়ে মোটা মানি ব্যাগের কোন বন্ধুর সাথে আপনার প্রেমিকাকে যোগাযোগ রাখতে দিবেননা।
ক্স নিজের মত নিজে প্রতিষ্ঠা না করে বরং প্রেমিকার মাধ্যমে প্রতিষ্ঠা করবেন।
ক্স প্রেমিকার সকল কথা মাথা পেতে নিবেন অবশ্যই, তবে ফরজে আইন হচ্ছে কাজ করবেন নিজের সিদ্ধান্তে।
ক্স বিবাহের আগে একবার স্মৃতিচারণ করুন কি কি বলেছিলেন নিজেকে নিয়ে। সেগুলো কি ঠিকঠাক আছে ? না থাকলে অবশ্যই ১ কেজি তুলা , ১০০ বক্্র কটন বাড্স্ , আর দুটো কাথা (খাটে জায়গা নাও হতে পারে) যোগাড় করে রাখুন।
ক্স প্রতিদিন মিথ্যা বলার চেষ্টা করুন। যতবেশী মিথ্যা তত বড় সফল প্রেমিক।
ক্স ডেটিং-এ অবশ্যই কালো চশমা ব্যবহার করবেন। নতুবা অন্য মেয়ের দিকে তাকালে আপনার দৃষ্টি প্রতিবন্ধী হবার সম্ভাবনা আছে।
ক্স প্রেম চলাকালীন সময় ঝগড়া হলে কখনই অধিক চালাক কিংবা বোকা বন্ধুকে মিমাংসার দায়িত্ব দেবেন না।
কারণ মেয়েরা বোকাদের পছন্দ করে। আর চালাক বন্ধুটি হয়ত শিয়ালের ভুমিকায় অবতীর্ণ হতে পারে। তাই অপেক্ষা করুন আর প্রেমিকাকে সময় দিন সরি বলবার (দোষ যারই হোক)
উপরের প্রতিটি কথাতেই যদি আপনি নিজেকে খুঁজে পান তবে নিশ্চিতভাবে বলতে পারি আপনি একজন ভন্ড প্রেমিক। তাই যা বলা হয়েছে তার বিকল্প পথে চলুন। বিশ্বাসী হন এবং আস্থা অর্জনের চেষ্টা করুন।
তবেই আপনি হবেন আমার পরের জন। অর্থাৎ বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ প্রেমিক। তবে এক্ষেত্রে চরম বাস্তবতা হলো প্রেমে কেবল আপনিই পড়বেন , আপনার প্রেমে কেউ পড়বে বলে মনে হয়না। কারণ সত্যিকারের প্রেম ব্যর্থতা চায়। নতুবা ইতিহাস গড়বে কিভাবে? ##
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।