আমাদের কথা খুঁজে নিন

   

মজার মজার সব ইউ এস বি ফ্লাস ড্রাইভের গল্প

আমি ছোট, আমাকে মারবেন না

কোন ভূমিকা ছাড়াই চলুন দেখি মজার মজার কয়েকটি ইউ এস বি ফ্লাস ড্রাইভারের ছবিঃ ১। ইউ এস বি ফ্লাস ড্রাইভ প্লাস বটল ওপেনার!!! এর দাম মাত্র ৪৪ ডলার ২। হ্যাম বার্‌গার ইউ এস বি ফ্লাস ড্রাইভ। কি খিদা লাগলো নাকি? লাইগা লাভ নাই। ইহার দাম মাত্র ২০ দলার ৩।

এইটা এক্কেরে জেমস বন্ড ইস্টাইলের ফ্লাস ড্রাইভ, ঘড়ির মধ্যে লুকাইয়ে নিয়ে ঘুরবেন আপনের ফ্ল্যাশ ড্রাইভ। আর দাম? খুবি কম। মাত্র ৫০ ডলার ৪। ভাই যাগোর বিড়ি টানোনের সুঅভ্যাস আছে। তাদের জন্য পারফেক্ট।

ফ্ল্যাশ ড্রাইভের সাথেই পাইয়া যাইতেসেন এক খান লাইটার ফিরি। এইটারও দাম খান শুনেন তাইলে, মাত্র ৫০ ডলার। ৫। এইটা পুলাপাইনের জন্যে। ফ্ল্যাশ ড্রাইভের শইলে এক খান ইরেজার লাগাই দিসে!!! দাম ১১ ডলার ৬।

যারা ফ্ল্যাশ ড্রাইভ গলায় ঝুলাই রাখতে রাখতে ত্যাক্ত হইয়া গেসেন তারা এখন এইটা হাতে বাইন্ধা নিয়ে গুরবার পারবেন। হ্যান্ড ব্যান্ড এর সাথেও ফ্ল্যাশ ড্রাইভ! দাম ১৪ ডলার এখন কথা হইল এইগুলা কই পাইবেন! ওয়েট করতি থাকেন, কবে দেখবেন গুলিস্তানে রাস্তার পাশে সের দরে বিক্রি হইতেসে এই গুলা খালি ১০০ খালি ১০০ যা নিবেন খালি ১০০ কারণ বাঙ্গালী পারে না এমন কোন কাম নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.