আমি এক বোকা লোক
ঐ হাল্কা নীল রঙের সাইট টা তো সবাই চেনেন। ফেসবুক নামের এই সাইট আজ তরুণ প্রজন্মের মিলন মেলা। সারা বিশ্বের বিভিন্ন কোনায় বন্ধু তৈরির এই দারুন জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট বিশ্বের এক নম্বর সোশাল নেটওয়ার্ক। কিন্তু আসলেই কি ফেসবুক আমাদের সামাজিক করছে?
আজকে প্রথম আলোয় ফারুক ওয়াসিফ এর লেখা প্রবন্ধ টি পড়লাম। মনে হল তিনি আমার মনের কথা পড়ে ফেলে এই লেখা টি লিখেছেন।
এবং আমি জানি এটা শুধু আমার না অনেকেরই মনের কথা।
সবাই বলে বাঙালী হুজুগে মাতাল। বন্ধু মহলে তাই একটা ফেসবুক একাউন্ট থাকা জরুরি। "জানিস, ওর না ফেসবুক একাউন্ট নেই, কি ক্ষ্যাত!" অতএব খোলো একাউন্ট, বানাও বন্ধু। যার যত বন্ধু(ফেসবুকে) সে তত পপুলার।
এত বন্ধুদের খোজ খবর নেওয়া কি সহজ ব্যাপার। সামাজিক হতে হবে না! তাই রাত জেগে বন্ধুদের খবর নাও,চ্যাট কর। তাহলেই তুমি হবে সামাজিক। সেই সাথে জন্ম দাও নতুন রোগের-ফেসবুক এডিকশন ডিজঅর্ডার।
মার্ক জাকারবার্গ কি উদ্দেশ্যে ফেসবুক তৈরি করেছিলেন জানি না, তবে এই নতুন রোগের জন্ম হবে তা তিনি নিশ্চই ভাবেন নি।
তাহলে কি আমরা ফেসবুক ব্যবহার বন্ধ করে দেব?
না,আমি তা বলছিনা। ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে সামাজিক হওয়া সম্ভব না। ফেসবুকে ফেস লুকি্য়ে যোগাযোগ করার কোনো মানে হয় না। এর ব্যবহার হতে হবে পরিমিত। তা না হলে সামাজিক হবার বদলে আরও অসামাজিক হয়ে যাবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।