আমাদের কথা খুঁজে নিন

   

কানাইঘাটের প্রথম মেয়র লুতফুর রহমান


পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লুতফুর রহমান (জাহাজ) প্রতীকে ৩ হাজার ৪'শ ৫৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ ওলিউল্লাহকে ৭শ ৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ওলিউল্লাহ দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ২ হাজার ৭ শত ৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। কানাইঘাট পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় পৌরসভার সর্বত্র ছিল উৎসবের আমেজ। ভোটারা সতস্ফুর্তভাবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নির্ভয়ে তাদের ভোট প্রদান করেন।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে নির্বাচনের জন্য পর্যাপ্ত পরিমাণ আইন শৃংঙ্খলা বাহিনী ৯টি কেন্দ্রে মোতায়েন করা হয়। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবির সদস্যরা দিনব্যাপী প্রতিটি কেন্দ্র তথা সমগ্র পৌর এলাকায় টহল দিতে দেখা যায়। ইলেক্ট্রনিঙ্ মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার নির্বাচন পর্যবেক দল প্রতিটি কেন্দ্রে কর্তব্য পালন করতে দেখা গেছে। সরজমিনে পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন কালে দেখা যায়, সকাল থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন, তবে পুরুষ ভোটারদের চাইতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লণীয়।

নির্বাচন চলাকালে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে আলাপকালে সকল মেয়র ও কাউন্সিলার পদের প্রার্থীরা তাদের মতামত ব্যক্ত করে বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ১৩৯০১ ভোটারের মধ্যে ১১১৭৪টি বৈধ ভোট ও ৫৬১টি বাতিলকৃত (অবৈধ) ভোটার সহ মোট ১১৭৩৫জন ভোটার ভোট দিয়েছেন। মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির একাংশের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন কাপ-পিরিচ প্রতীকে ১৭৬১ এবং ইলিয়াছ আলী সমর্থিত বিএনপির একাংশের প্রার্থী হাজী আব্দুল মালিকের দোয়াত-কলম ১৬৩২, আ'লীগ সমর্থিত ভানু লাল দাস (চশমা ) ৮৬৮, জাতীয় পার্টি সমর্থিত সুহেল আমিন (আনারস) ৬৮২, স্বতন্ত্র তাজ উদ্দিন (তালা) প্রতীক নিয়ে ৬৯টি ভোট পেয়েছে। এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলার পদে যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন ১নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত শরীফুল হক (বালতী), ২নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলম জাহান (মোরগ), ৩নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক বটই মহাজন (বালতী), ৪নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত মোস্তাক আহমদ (মোরগ), ৫নং ওয়ার্ডে আ'লীগ সমর্থিত হাফিজ নূর উদ্দিন (ফুটবল), ৬নং ওয়ার্ডে আ'লীগ সমর্থিত ফখরুদ্দিন শামীম (হরিণ), ৭নং ওয়ার্ডে আ'লীগ সমর্থিত তাজ উদ্দিন (ফুটবল), ৮নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত রহিম উদ্দিন ভরশা (হরিণ) এবং ৯নং ওয়ার্ডে হাবিবুর রহমান (আপেল) স্বতন্ত্র। সংরতি মহিলা কাউন্সিলার পদে ১-৩নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত ফয়জুন নেছা (কলস), ৪-৬নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত আছিয়া বেগম (বৈদু্যতিক বাল্ব) ও ৭-৯নং ওয়ার্ডে আ'লীগ সমর্থিত আসমা বেগম (পদ্মফুল) নির্বাচিত হয়েছেন
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।