অনেক কিছুই বলতে চাই।।বলা হয় উঠে না!ছন্দ হারিয়ে আমাদের নিরানন্দ জীবন।তবুও কিছু লিখতে চাই!
না তুই আমার বোন,না নেই তোর সাথে কোনো রক্তের সম্পর্ক।তবু কেন তোর হারিয়ে যাওয়া আমি মেনে নিতে পারি না!
কতই বা বয়স ছিল তোর?গরিব ছিলি,তাইতো কয়টা টাকার জন্য অই দানবদের দেশে গিয়েছিলি!!ফিরলি লাশ হয়ে!!
আরে নাআআ...।!তোর ভুল ধারণা, বি এস এফের গুলিতে তো তুই মরিসনি!সম্ভ্রম রক্ষার ওই ওড়নাটা না থাকলেই তো তুই বেঁচে যেতি!সব দোষ ওই ওড়নাটার।বিচার ওরই হওয়া উচিত!
আমি তো জানি না কোন মৃত্যু সহজ? বুলেটে বিদ্ধ হয়ে নাকি শ্বাসরুদ্ধ হয়ে!!একফোঁটা পানির জন্য নাকি সারারাত তুই আকুতি করেছিস!
নাহ!তাতে আমার কি?আমার শরীরে কি আর সেই বাঙালীর রক্ত আছে?ভাষার জন্য,দেশের জন্য যারা জীবন বাজি রেখেছিল!আমার আছে ভারতীয় পণ্যখেকো দূষিত রক্ত আর লাল সবুজের উপর তেরঙা পতাকার ছায়া দেখে চুপ করে থাকা;কলুষিত মন!রক্ত আমার টগবগিয়ে উঠে না, যখন আমারই সামনে দেশের শিল্পখাতকে বিকিয়ে দেয়া হয়;সংস্কৃতির আদান প্রদানের নামে নগ্ণনৃত্য প্রদর্শনী চলে আর ব্যবসার দ্বারকে উন্মুক্ত করার নামে চলে ভারতীয় পণ্যের অবাধ বিপনণ!
তুই তো আবার প্রমাণ করলি আমরা কতটা নপুংশক হয়ে বেঁচে আছি!খুলে গেছে আমাদের বীরত্বের মুখোশ,বিজয়ের মাসের যত মিথ্যা ভরং;সব হয়ে গেছে ম্লাণ!আজ আমরা বেঁচে আছি শুধু দাসত্ব করার জন্য,অন্যকে রক্ত চোষার সুযোগ করে দেয়ার জন্য!
তুই তাই মরেও অমর।আমাদের মত জীবনের চেয়ে,তোর মত মৃত্যই কাম্য!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।