পরাঞ্জয়ী...
কয়দিন আগে প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জিনিয়ার) কে ব্যানানো হইছে। আহা! কি দুঃখ। পোলাডা সবে মাত্র পাত্রী খুঁজতেছিল। শুনছি চার চারজন অবিবাহিত ছেলে এক মন এক প্রাণ (নাকি এক নিক) হয়ে নিকটা দিয়ে "অপারেশন পাত্রী হান্ট করতেছিল! রাজকুমার আমারেও জিজ্ঞেস করছিল আমি বিবাহিত কি না। উত্তর দেবার আগেই তার সামু সমাধি হয়ে গেল।
আমি দুঃখে ফানা ফানা হয়ে গিয়েছিলাম। নীল দর্পন রেও জিজ্ঞেস করছিল। এমন কি মেয়ে না পেয়ে ছেলেদেরও নাকি মাঝে মাঝে জিজ্ঞেস করতো, "আপনি কি বিবাহিত?"। চু চু চু।
যাই হোক, মনের দুঃখ আমার মনই থাকলো।
আমার প্রিন্স কে ওরা বাঁচতে দিল না:#। আল্লাহ ওদের বিচার করবে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। ( দুঃখে বুক ফাটনের ইমো)।
আইজকা আমিও আমার প্রিন্সের মত পাত্র চায়া এ্যাডাইলাম। পাত্রের যে সব গুন অত্যাবশক তা হইল-----------
১.ছেলেকে অবশ্যি অবশ্যি বোবা হইতে হবে।
(সুবিধা: তাইলে আমার সাথে ঝগড়া করতে পারবেনা)
২.তাকে অবশ্যই বয়রা হইতে হবে (সুবিধা:আমি সারাদিন বকবক করুম সে শুনতে পাবেনা,এটা তারও সুবিধা)
৩.তার কমপক্ষে একটা পা ল্যাংড়া থাকতে হবে (সুবিধা: আমি তারে যতই বিরক্ত করি সে আমারে দৌড়ানি দিবার পারব না )
৪. যে কোন মূল্যে তার কানা হইতে হবে,। (সুবিধা:আমি সারাদিন ব্লগিং করলেও টের পাইব না )
বি:দ্র: এই সকল গুনগুলো আমার প্রিন্সের ছিল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।