সোমবার সকাল ১১টার দিকে ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত রাহাতুন খাতুন (৫২) ফতুল্লার লামাপাড়া এলাকা মৃত আকতার উদ্দিনের স্ত্রী।
আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) সোহেল আলম জানান, রাহাতুন খাতুন ও তার আত্মীয় সখিনা বেগম কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাল নিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন।
নন্দলালপুর এলাকায় একটি ট্রাক (দিনাজপুর ট ৯৮১৩) পেছন থেকে রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রাহাতুন খাতুন মারা যায়।
গুরুতর আহত সখিনা বেগম ও অজ্ঞাত পরিচয় রিকশা চালককে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।