আমাদের কথা খুঁজে নিন

   

প্যাঁচা বৃত্তান্ত



এটা প্যাঁচার দুর্ভাগ্য যে তার চেহারাটা উপরওয়ালা এমন গম্ভীর করে গড়েছেন, তাই আনন্দ বল বেদনা বল সব সময়ই তার মুখে এমন নিরাসক্ত ভাব। সৌভাগ্য যে তোমার মুখের গড়নটা এমন নয়। তাই সেখানে অনায়াসেই ষড়ঋতুর খেলা চলে, চৈত্রের খর রোদ কি হেমন্তের নবান্ন অথবা পৌষের নরম সূর্য এমন কি কালবৈশাখীর ঘনঘটা অঝোর শ্রাবণ- তাও দেখেছি কতবার দূর থেকে তোমার মুখের গভীর ক্যানভাসে। তবে তোমার অনুভূতিরা সব হারিয়ে যায় থেমে যায় অভিব্যাক্তির নাচন। যখনই শুধু আমাকে দেখ তুমি হয়ে যাও নিরাসক্ত এক হুতুম। ২৩/১১/২০০৯ রাত ১০টা ১৭মিনিট মিরপুর, ঢাকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।