আমাদের কথা খুঁজে নিন

   

আমার ময়না পাখি্‌, , , আমার হুতুম প্যাঁচা, , , আর গ্রামীন ফোন এর নতুন এড

ুসমুদ্রেই যার শিয়র শিশিরে তার কিসের ভয় চৌধুরী বাড়ির মান সম্মান রক্ষা করতে গিয়ে মেয়েটি অন্য ছেলেকে বিয়ে করেছে। হটাত তার পুরান প্রেমিক কে দেখে অনুরোধ করছে তাকে পুরান নাম ধরে ডাকতে। ছেলেটি কোন কথা না বলেই চলে যাচ্ছে। এমন সময় - কাট ! বলে গ্রামীন ফোনের নতুন প্যাকেজ এর বর্ণনা আর পরক্ষনেই ছেলে আর মেয়েটি ২ জন ২ জনের দিকে দৌড়ে আসছে আর ছেলেটি ডাকছে- আমার ময়না পাখি্‌, , , সাথে সাথে মেয়েটি ও উত্তর দিচ্ছে- আমার হুতুম প্যাঁচা। বিজ্ঞাপন তো শেষ।

কিন্তু কিছু প্রশ্ন শেষ হয় না। এখানে পরকীয়া জিনিস টাকে আনা হয়েছে স্থুলভাবে, এটা কি কেও খেয়াল করেছেন??? পরকীয়া কে শুধু দেখানো ই হয় নি, বরং উৎসাহিতও কি করা হয় নি? বাপ মার সম্মান রক্ষা করতে বিয়ে হলেও ভালবাসা যে সাবেক প্রেমিকের জন্যই রয়ে গেছে এটা কেন বোঝানো হল? বিয়ে একটি সামাজিক এবং পারিবারিক বন্ধন। সেই বিয়ে পরকিয়ার কারনে ভাঙ্গা এখন একটি ফ্যাশনে পরিনত হয়েছে। পরকীয়া আজ আমাদের সমাজ টাকে কলুষিত করে ফেলেছে। বাঙ্গালী ইতিহাস, ঐতিহ্য পরিবারের প্রতি যে সবচেয়ে বেশি দাম দেয়ার সংস্কৃতি এটা এখন যেন একটা সুদুর অতিত।

আর এই জিনিস (পরকীয়া)টাকে আরও বেশি করে ছড়ানো হচ্ছে কিছু নাটক, কিছু ছবি আর কিছু এইরকম নিম্নমানের গল্প সমৃদ্ধ এড এর মাধ্যমে। আর আমরাও মজা করে এই জিনিষটা দেখছি, না দেখেও তো উপায় নেই, যদি এমনকি খেলাও দেখতে বসি তারপরও এই এড দেখতে ই হয়। আমার প্রশ্ন, বাংলাদেশে কি স্ক্রিপ্ট রাইটার এর অভাব পরছে যে এই রকম গল্প ছাড়া আর কোন গল্প পায় না??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.