আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনীদের ৭টি বাড়ী উচ্ছেদের নোটিশ দিয়েছে ইসরাইল

কি বলব

রামাল্লাহ থেকে আরব নিউজ : পশ্চিম তীরের তুলকারাম শহরের নিকট বসবাসরত ৭টি ফিলিস্তিনী পরিবারের কাছে গত শনিবার এক বিজ্ঞপ্তি হস্তান্তর করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। যাতে তাদের বাড়িগুলো ধ্বংস করার হুমকি দেয়া হয়েছে। তাদের দাবি এরিয়া-সিতে অনুমতি ব্যতীত ঐ বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। নাজলাতইসা গ্রাম পরিষদের প্রধান জিহাদ আল-সেলিম জানান, ইসরাইলি সৈন্যদের পাহারায় সিভিল প্রশাসনের কর্মকর্তারা বাড়ি উচ্ছেদের নির্দেশ সম্বলিত নোটিশ উত্তর তুলকারামের পরিবারগুলোর হাতে হস্তান্তর করে। আল-সেলিম আরো জানান, ঐ গ্রামের দক্ষিণাংশের বাড়িগুলো এখন থেকে অনেক বছর আগে নির্মিত হয়েছে।

তিনি জানান, বাড়িগুলোর মালিক হচ্ছেন আবদুর রহিম ইউসুফ শাওয়ারিব, আবদুল করিম ইউসুফ শাওয়ারিব, মোহাম্মদ আহমেদ আলুশ, মাহমুদ ইজ্জাত হুসাইন, আবদুল হালিম জাকি শিহাদী এবং লাইয়াদ আবদুল লতিফ আসাদ। জর্দান ভ্যালিতে ইসরাইলের এ অনৈতিক উচ্ছেদ অভিযান বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও ফিলিস্তিনকে ইসরাইলের প্রতি চাপ সৃষ্টির দাবি জানায় কর্তৃপক্ষ। অসলো চুক্তির ভিত্তিতে এরিয়া--এ'র প্রশাসনিক এবং নিরাপত্তার দায়িত্ব থাকবে ফিলিস্তিনীদের হাতে। এরিয়া-বি'র প্রশাসনিক দায়িত্ব থাকবে ফিলিস্তিনীদের হাতে। কিন্তু নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরাইলিদের হাতে।

আর এরিয়া-সি'র সার্বিক বিষয় ইসরাইলিদের নিয়ন্ত্রণে থাকবে। যদিও ইসরাইল ঐ তিনটি এলাকাই পুনঃদখল নিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।