আমাদের কথা খুঁজে নিন

   

ইমিগ্রেশন আবেদনে অবৈধদের কাজের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত!



ইমিগ্রেশন আবেদনে অবৈধদের কাজের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত! নতুনদেশ ডটকম কানাডায় অবৈধভাবে কাজ করে অর্জিত অভিজ্ঞতা দেখিয়ে পারমানেন্ট রেসিডেন্সী নেওয়া যাবে। সিটিজেনশীপ অ্যাণ্ড ইমিগ্রেশন কানাডার উর্ধ্বতন কর্মকর্তারা এব্যাপারে তাদের ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন বলে জানা যায়। ইমিগ্রেশন অ্যাণ্ড সিটিজেনশীপ কানাডার পারমানেন্ট রেসিডেন্ট পলিসি অ্যাণ্ড প্রোগ্রামের পরিচালক হেইদি স্মিথ এক ইমেইল অনুসন্ধানের জবাবে বলেছেন, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অবৈধ কাজের অভিজ্ঞতা বিবেচনায় নিতে পারি। তবে অবৈধ কাজটির সত্যতা সম্পর্কে নিম্চিত হতে হবে। ‘ বার্তা সংস্থা কিউএমআই জানায়, অবৈধভাবে করা কাজের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ‘প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের’ আওতায় কানাডায় অভিবাসী হতে আগ্রহী কোনো আবেদনপত্র বিবেচনায় নেওয়া বা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া যাবে কী না- এ ব্যাপারে দিকনির্দেশনা চান একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা।

ওই কর্মকর্তাটির প্রশ্ন নিয়ে ইমিগ্রেশন অ্যাণ্ড সিটিজেনশীপ কানাডার উর্ধ্বতন কর্মকর্তাদের মদ্যে মেইল চালাচালি শুরু হয়। ওই কর্মকর্তাটি জানতে চেয়েছিলেন সিটিজেনশীপ অ্যাণ্ড ইমিগ্রেশন কানাডা অবৈধ বসবাসকারীদের কানাডায় কাজের অভিজ্ঞতাকে কিভাবে গ্রহন করবে? ইমেইলে তিনি উল্লেখ করেন, “ অবৈধভাবে বসবাসরতদের কাজের অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে তাদের আবেদনের সিদ্ধান্ত নিতে আমাদের বলা হয়েছে। “ উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মেইল চালাচালির পর ছোট্ট একটি জবাব দেওয়া হয় কর্তৃপক্ষে পক্ষ থেকে। তাতে বলা হয়,কানাডায় অবৈধভাবে বসবাসরতদের কাজের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে। ইমিগ্রেশন কানাডার এই সিদ্ধান্ত অবশ্য বিভিন্নমহলে তুমুল প্রতিক্রিয়া তৈরি করেছে।

তবে কানাডায় ঠিক কি পরিমান অবৈধ অভিবাসী আছে তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায় নি। ‘নো ওয়ান ইজ ইললিগ্যাল’ নামের একটি সংগঠনের হিসেবমতে, ২ থেকে ৫ লাখ লোক অবৈধভাবে কানাডায় বসবাস করছে। তবে অনেকেই মনে করেন এই সংখ্যা এক লাখের বেশি নয়। ২০০৮ সালে প্রকাশিত অডিটর জেনারেলের রিপোর্টে অবশ্য উল্লেখ করা হয়েছিল, সরকার ৪১ হাজার লোকের হদিস পাচ্ছে না। Click This Link


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।