আমাদের কথা খুঁজে নিন

   

ইউ কে (UK) ইমিগ্রেশন সিস্টেম এবং কিছু বড় রদবদল

We make a living by what we get, we make a life by what we give

প্রথম যখন লন্ডনে আসি তখন থেকেই একটি প্রশ্ন মনে মনে উকি মারত। হ্যা প্রশ্নটি ইউ কে ইমিগ্রেশন সিষ্টেম নিয়ম নিয়ে। এখনো অনেক ফাক-ফোকড় বিদ্যমান। যাই হোক গত দু'য়েক বছর ধরে অষ্ট্রেলিয়ানদের অনুকরনে এইখানে কিছু পলিসি ঢেলে সাজানো হচ্ছে। বিশেষ করে ষ্টুডেন্টদের নিয়ে তাদের বেশ কিছু কর্মপরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে।

৩১'শে মার্চ (2009) থেকে ষ্টুডেন্টদের কাছে নির্ধারিত পরিমান (both during the initial applications & renewals where applicable) টাকা থাকতে হবে। ইচ্ছে হলে আপনি নিজেই বিস্তারিত জেনে নিতে পারেন নিম্নোক্ত লিন্ক থেকে: Click This Link পোস্ট ষ্ট্যাডি ওয়ার্ক এখনো বিদ্যমান যদিও এখন থেকে পোস্ট গ্রায্যুয়েট সার্টিফিকেট/ডিপ্লোমা বিবেচিত হবে না যদি না এটি পোস্ট গ্রায্যুয়েট সার্টিফিকেট ইন এডুকেশন(Teaching qualification e.g. PGCE) হ্য়! বড় পরিবর্তনটি হয়ত টিয়ার ১ (ওল্ড HSMP )'র ক্ষেত্রে। এখন থেকে সব আবেদনকারির মাষ্টার্স থাকতে হবে! আবেদনকারিদের মধ্যে যারা এখানে পড়ালেখা করেছেন তাদের জন্য কিছু পয়েন্ট বরাদ্দ থাকছে। কিন্তু আয় থাকতে হবে £20K+। এছাড়াও রয়েছে ব্যাপক কন্ডিশনস।

Click This Link মোদ্দাকথা এই রিচেশনে ইমিগ্রান্টদের বলি করা হচ্ছে। যদিও এইসব ক্ষেত্রে শিক্ষিত এবং দক্ষ লোকদের প্রাধান্য দেয়া হচ্ছে। তাই এইদিকে পথ মারানোর আগে একটু ভেবে দেখুন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।