এই জায়গা গুলো আমদের সবারই চেনা, পরিচিত এবং জানা এবং হয়ত অনেক বার যাওয়াও হয়েছে,দেখাও হয়েছে। কিন্তু এই শীতে মনকে আবার তরতাজা করতে ,নতুন বছরে আরও কর্মোদ্যোম হতে এবং সর্বোপরি যান্ত্রিকতার একঘেয়েমী কাটাতে আবার একটু বেড়ানো যাক।
ঢাকা বিভাগঃ
জাতীয় স্মৃতি সৌধঃ ঢাকা থেক ৩৫ কিঃমিঃ দূরত্বে। ১০৮ একর জায়গার উপরে নির্মিত। উচ্চতা ১৫০ ফুট।
সোনারগাঁওঃ ঢাকা চট্রগ্রাম রোডে, ঢাকা থেকে ২৯ কিঃমিঃ দূরত্ব।
ভাওয়াল জাতীয় উদ্যানঃ ঢাকা থেকে ৪৫ কিঃমিঃ উত্তরে গাজীপুর জেলায়।
যমুনা ব্রীজঃ ঢাকা থেকে ১১০কিঃমিঃ দূরত্ব। ৮.৪ কিঃমিঃ দীর্ঘ। পৃথিবীর ১১ তম দীর্ঘ ব্রীজ।
মধুপুর পিকনিক ষ্পটঃ ঢাকা থেকে ১৫৫ কিঃমিঃ দূরত্ব।
দূর্গাপুরঃ ঢাকা থেকে ১৮২ কিঃমিঃ দূরত্ব। পাহাড় নদী অপরূপ সৌন্দর্য। নেত্রকোনা জেলায়।
গজনী পর্যটন কেন্দ্রঃ ঢাকা থেকে ২২০কিঃমিঃ দূরত্ব।
শেরপুর জেলায়।
চট্রগ্রাম বিভাগঃ
সীতাকুন্ডঃ চট্রগ্রাম থেকে ৩৭ কিঃমিঃ দূরত্ব। চন্রনাথ পাহাড় । ৫কিঃমিঃ উত্তরে একটি ঝরণা আছে।
পার্কি সৈকতঃ চট্রগ্রাম ১৫-১৬ কিঃমি; দূরত্ব,আনোয়ারায় অবস্থিত।
কর্ণফুলিও মোহনা আর বঙ্গোপসাগর।
চন্দ্রঘোনাঃ চট্রগ্রাম থেকে ৪৮ কিঃমিঃ দূরত্বে কাপ্তাই রোডে
কক্সবাজারঃ এর ব্যাপারে হয়ত নতুন কিছু বলার নেই। এক কথায় পর্যটন রাজধানী। হিমছড়ি,ইনানী সৈকত,রাখাঈন, মহেষখালী,সোনাদিয়া দ্বীপ..................
রামুঃ কক্সবাজার থেকে ১৬ কিঃমিঃ দূরে একটি আদর্শ বৌদ্ধ গ্রাম সাথে বাঘখালী নদীর তীর।
টেকনাফঃ নাফ নদীর সৌন্দর্য আর বঙ্গোপসাগর,মাথীনের কুপ ।
কক্সবাজার থেকে ৮৪ কিঃমিঃ দূরত্বে। নয়নাভিরাম সমুদ্র সৌকত।
সেন্ট মার্টিন দ্বীপঃ টেকনাফ থেকে মাত্র ৩০ কিঃমিঃ দূরে। সী ট্রাক এ করে যেতে হবে। ১০ কিঃমিঃ অঞ্চলের প্রবাল দ্বীপ।
ছেড়াঁ দ্বীপঃ সেন্টমার্টিন দ্বীপের ই অংশ কিন্তু জোয়ারে আলাদা হয়।
নিঝুম দ্বীপঃ ঢাকা থেকে যেতে হলে সদরঘাট থেকে সোজা তমিজুদ্দিন। এরপর স্থানীয় ইঞ্জিন নৌকায় করে যেতে হবে। আর চত্রগ্রাম থেকে প্রথমে জেতে হবে হাতিয়া এরপর সেখান থেকে আবার জলপথে।
পার্বত্য চট্রগ্রামঃ চট্রগ্রাম থেকে ৭৭ কিঃমিঃ দূরত্বে রাঙ্গামাটি- ঝুলন্ত ব্রীজ চাকমা উপজাতি,কাপ্তাই হ্রদ,
খাগড়াছড়িঃ আলুটিলা পাহাড়, ১০০ মিঃ দীর্ঘ পাহাড়ী গুহা,
বান্দরবানঃ ৩০০০ মিঃ উচুঁ চিম্বুক পাহাড়।
এছাড়াও রয়েছে পাহাড়ী আকাঁবাকাঁ রাস্তা, রামা, মেঘলা ইত্যাদি।
কুমিল্লাঃ কুমিল্লা বার্ড, লালমাই ময়নামতি ও শালবন বিহার। ঢাকা থেকে মাত্র ১১৪ কিঃমিঃ দূরত্বে
খুলনা বিভাগঃ বিশ্বখ্যাত সুন্দরবন (৬০০০ বঃকিঃমিঃ)- ৮০ কিঃমিঃ দীর্ঘ ম্যানগ্রোভ বনাঞ্চল সামুদ্রিক বেষ্টনী-এছাড়াও রয়েছে-কটকা, হীরণ পয়েন্ট,করমজল, দুবলার চর ইত্যাদি।
মংলা বন্দর-২য় বৃহত্তম সামুদ্রিক বন্দর।
ষাট গম্বুজ মসজিদঃ বাগেরহাট জেলায় অবস্থিত।
১৫শত শতাব্দীতে তৈরী।
খান জাহান আলী(রাঃ) এর মাজার শরীফ।
সাগরদাড়ি- যশোর। মধুকবির জন্মস্থান
শিয়ালদহ-কুষ্টিয়া রবিঠাকুর এর কুঠিবাড়ি।
মুজিবনগর-মেহেরপুর।
১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অস্থায়ী রাজধানী এবং অস্থায়ী সরকারের শপথ গ্রহনের স্মৃতি বিজরিত স্থান ।
সিলেট বিভাগঃ
হজরত শাহজালাল(রাঃ) এর মাজার শরীফ,হজরত শাহ পরান(রাঃ) এর মাজার শরীফ,
জাফলং-নদীর তলদেশ থেকে পাথর উত্তোলন,পাহাড়ের অপরূপ সৌন্দর্য, খাসীয়াদের বাসভূমি। তামাবিল-জাফলং এর ৫ কিঃমিঃ পুর্বে বাংলাদেশ-ভারত সীমান্ত এবং ভারতের শিলং যাওয়ার রাস্তা। শ্রীপুর-আরেকটি দর্শনীয় স্থান পাহাড়ি ঝর্না দেখার জন্য,জাফলং এর ৭-৮ কিঃমিঃ পূর্বে জৈন্তাপুর-জাফলং থেকে মাত্র ৫ কিঃমিঃ এর পথ। নয়নাভিরাম চা বাগান।
শ্রীমঙ্গলঃ বিখ্যাত চা বাগানের জন্য। একে বলা হয় একটি কুড়িঁ দুটি পাতার ভূমি।
মাধবকুন্ডঃ পাহাড়ের ঝরণা দেখার মতো দৃশ্য। মৌলভীবাজারে অবস্থিত।
লাউয়াছড়া বনঃ
বরিশাল বিভাগঃ
কুয়াকাটাঃ বিখ্যাত সমুদ্র সৈকত।
বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় এর সৌন্দর্য উপভোগ করা যায়। স্থানীয় ভাবে সাগর কন্যা নামে পরিচিত। যেতে হবে ঢাকা থেকে সোজা পটুয়াখালী এবং সেখান থেকে কুয়াকাটা।
হরিণ ঘাটাঃ অজস্র হরিণের মাতামাতি। মাঝেমধ্যে হঠাৎ রাজসিক রয়েল বেঙ্গল টাইগার এর আনাগোনা।
যেতে হবে বরগুনা জেলা হয়ে।
রাজশাহী বিভাগঃ
মহাস্থানগড়ঃ বগুড়া জেলায় অবস্থিত। মৌর্যদের প্রাচীন রাজধানী। ২৫০০ খ্রী; পূর্ব গুপ্ত এবং সেন বংশদের স্থাপত্যকলা।
পাহাড়পুর বৌদ্ধ বিহারঃ জয়পুরহাট থেকে মাত্র ১০ কিঃমিঃ দূরে বিখ্যাত সোম্পুর বিহার নামে পরিচিত।
বরেন্দ্র যাদুঘর-রাজশাহী
পুঠিয়া-রাজশাহী থেকে ২৪ কিঃমি; পূর্বে
রংপুর বিভাগঃ
কান্তজ়ী মন্দির-দিনাজপুর। ১৭২২ সালে স্থাপিত। ঊনবিংশ শতকে বেশ কিছু অংশ ধবংসপ্রাপ্ত। দেয়ালের প্রতি ইঞ্চিতে অপূর্ব টেরাকোটা (রামায়ন,মহাভারত) যার কোন তুলনা নেই।
রামসাগর দীঘীঃ দিনাজপুর হতে মাত্র ৮কিঃমিঃ দক্ষিণে।
প্রায় ১০৭৯ মিঃ দীর্ঘ এবং ১৯২.৬ মিঃ প্রশস্ত। নির্মান কাল ১৭শত শতাব্দী। (১৭৫০-১৭৫৫)
স্বপ্নপুরি- দিনাজপুরের হিলির কাছাকাছি পিকনিক ষ্পট।
ভিন্নজগত-রংপুরে অবস্থিত পিকনিক ষ্পট।
সংগ্রহঃ বাংলাদেশনিউজ২৪x৭.কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।