আমি পূর্ণয় ভূমিকম্পন , ভবনধস , ছাত্রলীগের মাইর , গুম হয়ে যাওয়া , শিবিরের ককটেল , পুলিশের গুলি , বাস দুর্ঘটনা , ট্রেন দুর্ঘটনা , পরীক্ষায় বাজে ফলাফল করে আত্মহত্যা , আগুনে পুড়ে মরা , ছিনতাইকারীর আঘাত , চাঁদাবাজদের হুমকী ইত্যাদি ইত্যাদি পন্থায় মানুষ হত্যার ব্যবসা দেখিতে দেখিতে ভূলেই গিয়েছিলাম 'ঘূর্ণিঝড়' বলতে কোন শব্দ এ পৃথিবী বিরাজমান। সে যাইহোক, মানুষ হত্যার এই প্রফিটেবল ব্যবসায় যোগ দিতে 'মহাসেন' নামক ঘূর্ণিঝড়ও ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তাছাড়া সামনেই ইলেকশন। রাজনৈতিক দল গুলোর টাকা দরকার। বিদেশী ত্রাণ তহবিল গুলান যদি নিজেগো নামে চালাই দিতে পারে তাইলে তো কথাই নাই। ধন্যবাদ ঘূর্ণিঝড় 'মহাসেন', এই মহাসেয়ানা জাতিতে আপনাকে স্বাগতম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।