আমাদের কথা খুঁজে নিন

   

জুলভার্ন ভাইয়াকে বলছি...

. আমার নাইবা হলো পারে যাওয়া...

জুলভার্ন ভাইয়া, আপনি সামু থেকে আপনার সব পোস্ট সরিয়ে নিয়েছেন। এটা দেখে প্রথমে কষ্ট পেলেও এখন বলব আপনি সঠিক কাজটিই করেছেন। আপনি সামু ব্লগের যোগ্য নন। মনে আছে নিশ্চয় যখন আপনার বাবুয়া নিকটা ব্যান করে দেয়া হলো? আপনার অপরাধ ছিলো আপনি একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। হ্যা, একটি।

এখন এই ব্লগে অশ্লীল ভাষার জোয়ার এসেছে। কুৎসিত বাক্যের বন্যায় ভেসে যাচ্ছে ব্লগ। তাতে কি হয়েছে? কোনরুপ সতর্কতা ছাড়াই আপনাকে ব্যান করায় আপনি হারিয়েছিলেন আপনার অমূল্য ২৪৪টা পোস্ট। যার কোন কপিই আপনার কাছে ছিলোনা। সে হারানো কি আপনার কাছে সন্তান হারানোর মতই বেদনাদায়ক ছিলো না? বাবুয়ার বেলায় সামু কতৃপক্ষ ছিল খড়গ-হস্ত।

এখন উনারা অনেক সহনশীল, নমনীয়। তাইতো যারা ব্লগে অশ্লীল বাক্যের বন্যা বইয়ে দেয় তাদেরকে সামান্যতম সতর্কও করা হয়না। আপনি কি পারবেন এমন করে গালি দিতে? পারবেন না। তাই বলছি আপনি এখানে বেমানান। যারা আপনার লেখার ভক্ত, তাদের মধ্যে দুজন আপনার এই চলে যাওয়া নিয়ে কতৃপক্ষের দৃষ্টি-আকর্ষন মুলক পোস্ট দিয়েছিলেন।

সে পোস্ট এখন নোংরা ডাষ্টবিনে পরিনত হয়েছে। অনেকেই চলে গেছে, আপনি স্বইচ্ছায় গেছেন। আর ফিরে আসবেন না এখানে। যেখানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও আপনাকে ছাগু সম্বোধন করা হয়। আপনি বিজ্ঞ, জ্ঞানী, ভালো লেখক।

আপনার লেখনী চালিয়ে যান। আমরা যারা আপনার লেখার ভক্ত তারা ঠিকই আপনাকে খুঁজে নেবো। দুঃখ শুধু এটাই- আপনার এই চলে যাওয়া নিয়ে যারা উল্লাশ করছে তাদেরকে কোনরুপ জবাব দিতে পারছিনা। কারন তাদের ভাষা আমার জানা নেই। হয়তো এই পোস্টের কারনে অনেকেই আমার পোস্টে এসে মাইনাসের বন্যা বইয়ে দিবেন।

তাতে আমার কিছু যায় আসেনা। এটুকু কথাও যদি না বলতাম তবে আমার নিজের বিবেকের কাছেই আমৃত্যু লজ্জিত হয়ে থাকতাম। যাখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্লগার জুলভার্ন আমাদের হৃদয়ে সব সময়ই উপস্থিত থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.