আমাদের কথা খুঁজে নিন

   

হতবাক! হতভম্ব! রাজাকারের টাকায় ক্রিকেট খেলা চলবে?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

জীবনে যত টাকা ট্যাক্স ফাকি দিছে এই দেশের বড় বড় শিল্পপতিরা কেবল সেই টাকাই যদি ধরা হয় দশটা বিশ্বকাপ আয়োজন করা যাবে বাংলাদেশে। যত টাকা লোটাস কামালের মত ব্যবসায়ীরা বিলাসিতায় ব্যয় করে তা দিয়ে রাখা যাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিকেট কোচকে। এসব বাদ দিলাম। সরকার যদি উদ্যোগ নেয় ক্রিকেটের জন্য কয়েকশো কোটি টাকা কেবল সংগ্রহ করতে পারে জনগণের নিকট থেকে। দেশের পুজি বাজার থেকে শুরু করে হাজারও প্রতিষ্ঠান আছে যাদেরকে বিভিন্ন প্রনোদনা দিয়ে বিশাল অঙ্কের ক্রিকেটীয় পুজি সংগ্রহ করা সম্ভব।

কিন্তু সেসবে না গিয়ে জামাত-রাজাকার-জঙ্গিবাদের অর্থনৈতিক পৃষ্ঠপোষক হিসাবে পরিচিত ইসলামী ব্যাংকের শরণাপন্ন হয়েছে ক্রিকেট বোর্ড। দশকোটি টাকার জন্য গদগদ ভক্তি উগড়ে পড়েছে ক্রিকেট সভাপতি ও প্রধান নির্বাহীর কণ্ঠ থেকে। শুনে মনে হলো পেটের মধ্যে বমি উগড়ে উঠলো। ইচ্ছে হচ্ছিলো থুথু দিতে এই কুকুরদের মুখে। ইসলামী ব্যাংককে ইনভাইট করে আনতে হয় না।

তারা এমন একটা সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় বহুকাল বসেছিলো। এবং সে সুযোগ তারা এবার ঠিকই কাজে লাগাবে। ক্রিকেট বোর্ডে রাজাকার জামাতের বিনিয়োগ দেখতে চাই না। লোটাস কামালকে লাথি মেরে ক্রিকেট বোর্ড থেকে সরানো হোক। প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ দেখতে চাই।

বাংলাদেশের ক্রিকেটের উপরে রাজাকারদের ছায়া পড়লে সেটা ক্রিকেটীয় মনস্তত্ত্বের জন্য হুমকিস্বরূপ হবে। ক্রিকেটের উন্নতি তো দূরের কথা, বাংলাদেশের যেকোনো স্পোটর্সই মুখ থুবড়ে পড়বে। যেকোনো ধরণের ক্রীড়ার সাথে একটা দেশের পতাকা জড়িয়ে থাকে গভীর ভালোবাসায় যার উড্ডয়ন নির্দেশ করে তার স্বাধীনতার রক্ত গাঁথা। ক্রিকেটের সাথে জামাতী অর্থের সংমিশ্রনে খেলোয়ারদের জাতিয় চেতনাকে কলুষিত করবে - যা কোনভাবেই আমরা হতে দিতে পারি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।