আমাদের কথা খুঁজে নিন

   

ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ স্পন্সর মানি

সত্য সমাগত, মিথ্যা অপসৃত। মিথ্যার পতন অবশম্ভাবী।

ক্রিকেট বোর্ডকে দশ কোটি টাকা দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এবার যুক্ত হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ক্রীড়াঙ্গনের সাথে ইসলামী ব্যাংক অনেক আগে থেকে যুক্ত থাকলেও ক্রিকেট বোর্ডের সাথে এবারই প্রথম। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: দশ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে। ক্রীড়াঙ্গনের ইতিহাসে এত বড় অংকের অর্থ দিয়ে স্পন্সর হওয়ার ঘটনা এটাই প্রথম। ইসলামী ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ দশ কোটি টাকা দিয়ে ঢাকার সৌন্দর্য বর্ধনের কাজ করবে ক্রিকেট বোর্ড। বিশেষ করে বিমান বন্দর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে মিরপুর স্টেডিয়াম সড়কটিকে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এই সড়কটিকে নিয়ে নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

এই সড়কটিতে সৌন্দর্য বর্ধনে ব্যয় হবে ইসলামী ব্যাংকের দেয়া দশ কোটি টাকা। অফিসিয়াল স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এই সড়কে দুটি গেট, বিল বোর্ড ও বিভিন্ন লেখা সম্মিলিত ব্যানার ব্যবহার করবে। এই সড়কের আলোক সজ্জার জন্য নেয়া হয়েছে বিশেষ ধরনের পরিকল্পনা। গতকাল সাংবাদিক সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের বলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর জাতীয় ক্রিকেট দলের সাথে যুক্ত হতে পেরে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক এটা জাতীয় গৌরবের বিষয়।

এতে শামিল হতে পেরে আমরা ধন্য। ’’ তিনি বলেন, ‘‘ইসলামী ব্যাংক জনগণের ব্যাংক। আমাদের লক্ষ্য অর্থনৈতিকভাবে প্রথম সারির ১০টি দেশের মধ্যে একটি থাকা। স্বাধীনতার চেতনা, দেশপ্রেম নিয়ে বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো এটাই আমাদের সাধনা ও সংগ্রাম। বাংলাদেশ সব খেলায় জিতবে এবং অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব।

বিশ্ববাসী দেখুক আমরা এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি। ’’ ক্রিকেট বোর্ডের সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘‘প্রথম বারের মতো ক্রিকেট বোর্ডকে সমর্থন দেয়ার জন্য এবং জাতীয় ক্রিকেট দলকে উজ্জ্বীবিত করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:-কে দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। ইসলামী ব্যাংক প্রথম সারির ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে। ইসলামী ব্যাংক আমাদের জীবনের একটি অবিচ্ছেদ অংশ। ইসলামী ব্যাংক আমাদের দশ কোটি টাকা দিয়েছে।

ক্রীড়াঙ্গনে এটাই সর্ববৃহৎ স্পন্সর। এর আগে এক টুর্নামেন্টে এতো বেশি টাকা দিয়ে কেউ স্পন্সর হয়নি। ’’ তিনি আরো বলেন, ‘‘ইসলামী ব্যাংক চাইলে যে কোন খেলায় এমন অর্থ দিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের এতে অনুমতি আছে। তবে তারা যে টাকা দিবে স্পন্সর হিসেবে তা যেন ট্যাক্স মুক্ত হয়।

এ জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। ’’

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।