আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধপরাধীরা এগিয়ে . . . বুকটা ফাইট্যা যায় . . . . . . ভাইয়্যার খবর নাই!



২০১১ সালের পৌর নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে সরকারী দলের প্রভাবশালীদের প্রভাব খাটানোর পরও যুদ্ধপরাধীরা বিপুল ব্যাবধানে এগিয়ে। অন্যদিকে রংপুরের বধুর ভাই বলে খ্যাত জনাব এরশাদ তার নিজ এলাকায় তলিয়েগেছেন! হাই ভাইয়্যা একি করলে তুমি! নিজের পায়ে নিজে কুড়াল মারলে! তোমার অঞ্চলে তোমাকে ব্যবহার করে বধুর দল দৌড়ে টিকে গেল, নইলে ইজ্জতে তোমার সমান সমান হয়ে যেতো! তবে তোমার তো আবার শরম নাই! বিশ্ব বেহায়া! কষ্ট হয় দেশের বোকা মানুষগুলির প্রতি যারা জেনে শুনে বিষ পান করে! এখনো মানুষ বিএনপি-জামাতকে ভোট দেয়! যাদের পাপের তওবা করাতে করাতে বঙ্গবন্ধুর দল গলদঘর্ম!! যে দেশে আওয়ালীগ নামক সাধু-সন্যাসীদের দল আছে সে দেশে অন্যদল ভোট পায় কি করে? যে দল জাতিকে শাপ মোচন করলো তাদেরকে ভোট না দিয়ে, বেকুফেরা ভোট দিলো তাদেরকে যারা কিনা যুদ্ধপরাধী কিংবা এদের সহচর! এ লজ্জা রাখি কোথায়? ভোটাররা কি অন্ধ হয়ে গেল নাকি? বেকুফ মানুষগুলোর কাণ্ড দেখে বুকটা ফাইট্যা যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।