আমাদের কথা খুঁজে নিন

   

টি প স (টেকি পোষ্ট)

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

আজকাল কম্পিউটার ব্যবহারকারীরা সহজে ব্যবহার করা যায় এমন সফটওয়্যার পছন্দ করেন। একটু দক্ষ ও পেশাদার ব্যবহারকারীদের কাছে ছবিভিত্তিক নির্দেশের বিকল্প হিসেবে কিবোর্ড শর্টকাট বেশ জনপ্রিয়। বিভিন্ন সফটওয়্যারের কিবোর্ড শর্টকাট পাওয়া যাবে http://www.geocities.com/ shishiraich/ ঠিকানায় ওয়েবসাইটে। এর প্রথম পৃষ্ঠায় keyboard shortcut অংশে ক্লিক করলে দরকারি সফটওয়্যারের নামের তালিকা দেখাবে। যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য মজিলা, ইন্টারনেট এক্সপে¬ারারের মতো কিছু সফটওয়্যার।

এখানে জিমেইল ব্যবহারের জন্যও রয়েছে কিবোর্ড শর্টকাট। অ্যাডোবি ফটোশপ ছাড়ার ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এমএক্স, থ্রিডি স্টুডিও, ম্যাক্স ইত্যাদির শর্টকাট এখানে আছে। আরও আছে এমএস অফিস, লিনাক্স, ডস, উইন্ডোজ ইত্যাদির শর্টকাট। তাছাড়া প্রোগ্রামারদের জন্য রয়েছে ভিজুয়াল বেসিক, ভিবি ডট নেট, জাভা ইত্যাদি। মোট কথা, প্রয়োজনীয় সব ধরনের সফটওয়্যারের কিবোর্ড শর্টকাট রয়েছে।

সুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।