হাতের কাছে অনুভব করি নিথর স্নিগ্ধতা, প্রাণহীন বিদ্যুৎ, কাগজের ইস্টিমার। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনাল-১ এ রায় ফাঁসি। সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর প্রতিক্রিয়া "আমরা ন্যায়বিচার পাইনি। আমরা আপিল করব"। কবে ফাসি কার্যকর হবে? আপিলের পরবর্তী শুনানি কবে হবে তারপর আপিলে কাজ না হলে সাঈদি হয়ত রাষ্ট্রপতির কাছেও প্রাণভিক্ষা চাইবেন সেসব ধৈর্য্য ধরে দেখে যেতে হবে।
সামনে আরও রায় অপেক্ষা করছে।
জেলায় জেলায় ভাঙচুর ও হামলা চালিয়েছে জামায়াত-শিবির। প্রথম আলোর ভাষ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত হয়েছেন।
সকাল থেকেই ক্যাম্পাসে আমি, শাহবাগ ছিলাম অনেকক্ষণ তারপর বইমেলায়। পুরো ঢাকা শহর নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা হাইকোর্টকে কেন্দ্র করে।
শান্তিনগর গেলাম সেই গুলিস্তান ঘুরে, সাঈদী চরম নিরাপদেই হাজতে ফিরেছেন আমার সামনে দিয়ে যখন আমি ফিরছিলাম।
সংঘর্ষ হয়েছে মূলত ঢাকার বাইরে। প্রত্যেকটি জায়গায় উদ্দেশ্যমূলকভাবে জামাত শিবির মিছিল নিয়ে বের হচ্ছে মরার জন্য এটা সরকার কিংবা পুলিশ বুঝতে পারছেন না কেন? একটা সাঈদি না শুধু আরও অনেক ফাসি দিতে হবে কিন্তু এভাবে প্রত্যেক রায়ের দিন অনির্দিষ্ট সংখ্যক মানুষ লাস হয়েই যাবে? তাহলে একটি দেশের স্থিতিশীলতা কোথায় আর কেন এই রায়ের দিন এই হত্যা? পুলিশ এর আগে বসে শুয়ে মার খেয়েছে, কাদতে কাদতে মাটিতে গড়াগড়ি খেয়ে শিবিরের লাঠির মুখে ঘরের ভেতর পালিয়েও রেহায় পায়নি কিন্তু সেসময়েও হাতে অস্র ছিল তখন গুলি হয়নি কেন? আজ হচ্ছে কেন? তাহলে একজনকে ফাসি দিয়েছেন পরেরগুলো কি দেবেন না? এই হত্যার নির্দেশ দিয়ে কি পরেরগুলোকে বাচাতে চাইছেন?
কাল টকশোতে যাবেন, ফলাও করে সাইদীর ফাঁসির খবর মলিন হয়ে যাবে নামে বেনামে লাস। শিবির মরুক আর সাধারন জনতা মরুক কিংবা পুলিশ কিন্তু আজ কেন?
দেশে সেনাবাহিনী নেই? তারা বের হচ্ছে না কেন? ব্যারাকে সেনাবাহিনী লুকিয়ে পথে পথে নির্দিষ্ট দিন মৃত্যু তার পেছনে কারন আছে, প্রত্যেকটি ঘটনার পেছনে কারণ আছে।
কেন বাচ্চুর রায় ফাসি হল? কেন কাদেরের হল না? সাইদীর হল কিন্তু জানতেন আজ লাস হবে অনেকেই কিন্তু সাঈদী ঠিকই রাত্রে টেলিভিশন দেখবেন এবং আরও অনেকদিন বেচে থাকবেন।
এদিকে ১০টি নয় আমি জানিনা কতজন মারা গেছে, ইতিমধ্যে মাথা পরিস্কার করা অনেক পুত্রের লাস বাবার কাধে চলে গেছে যার প্রত্যকেই একটি পরিকল্পনার শিকার কিংবা পরিকল্পনা না করার শিকার।
আমার প্রশ্ন একটাই। “কেন এমন পরিকল্পনা করলেন অথবা কেন এমন পরিকল্পনা করলেন না?” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।