আমাদের কথা খুঁজে নিন

   

হযরত আব্দুল কাদির জিলানী (রঃ) এর বানী -



হযরত আব্দুল কাদির জিলানী (রঃ) বানী- ''হারাম খাদ্য ক্বলব(অন্তর বা মন) কে মেরে ফেলে। পক্ষান্তরে হালাল খাদ্য জীবিত করে। একটি লোকমা তোমাকে হারাম ও হালাল উভয় ধরনের খাদ্য সম্পর্কে বিতৃষ্ণা সৃষ্টি করবে। তেমনি একটিলোকমা তোমাকে সেসবের সৃষ্টিকর্তাকে পাবার জন্য আগ্রহী করে তুলবে। হারাম খাদ্য তোমাকে পার্থিব ব্যাপারে নিয়োজিত করবে এবং পাপের কাজে উৎসাহ যোগাবে।

বৈধ খাদ্য তোমাকে আখেরাতের কাজে নিয়োজিত করবে এবং এবাদতে উৎসাহ যোগাবে। হালাল খাদ্য তোমার আত্নাকে আল্লাহর কাছে পৌছে দেবে। আল্লাহ তাআলার পরিচয় না জানা পর্যন্ত এসব খাদ্যের পরিচয় জানা যায় না। আল্লাহ তা'আলার পরিচয় ক্বলবে(মনে বা অন্তরে) অর্জিত হয়,কিতাবে নয়। তার পরিচয় কেবল তারই কাছে পাওয়া যায়,মানুষের কাছে নয়।

আল্লাহ তাআলার পরিচয় অর্জিত হয় শরীয়তের উপর পুরোপুরি আমল করার পরেই,আগে নয়। সত্যকে বুঝা ও সত্যানুসারী হবার পরেই,আগে নয়। তেমনি আল্লাহ তাআলাকে লা শরীক জানা ও তার উপর নির্ভরশীল হবার পরেই,আগে নয়। তদ্রুপ সমস্ত সৃষ্টিকুল থেকে বেরি্যে আসার পরেই তার পরিচয় মেলে,তার আগে নয়। গ্রন্হসুত্র- ঐশী প্রেরনার অনন্ত উৎস- হযরত আব্দুল কাদির জিলানী (রঃ)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.