আমাদের কথা খুঁজে নিন

   

মুখরোচক আঙুল

সামুদ্রিক বিভ্রম

খসে যাচ্ছে গতোকাল খসে যাচ্ছে পরশু বিকাল তিনি যখোন আঙুল ঢুকান খসে যায় জমে থাকা জল আমার কোন পাপ নেই, শীত আছে অনেক জন্ম নেয়া শবেরা টেলিভিশনের বাকসো ভালোবাসে, পুরুষ ভালোবাসে বীর্যশোভা- বালিকাদের স্তনে ঝুলে থাকে পোকাদের ভালো লাগা। টায়ারের ক্লান্তিতে কুয়াশার চাঁদ; মনে নেই, ঝুলেছি কতো অবিনশ্বর? এর নাম শ্রমজীবির মলরাত চালের দামজনিত উপহার রাস্তার আলো দূর থেকে দেখে শ্রমঘন্টার এই কৃষ্ণ উপহাস বমিবোধে, স্নেহবোধে বইয়ের দোকান জ্ঞানদায়ি বিক্রেতা নামাজে আছেন; আমিও চীনে যেতে চাই ... শরীরে জড়িয়ে রাখো ক্রিসমাস শাড়ি তর্জনীতে জ্বলছে আগুন ধিকি ধিকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।