এসো আবার চড়াই উৎড়ই.......... সবাই খাদ্যরসিকদের একটু সহায়তা করুন
বিভিন্ন এলাকার বিখ্যাত সব খাবারগুলো সম্পর্কে আমাদের ধারনা ওই এলাকার সব স্থানের খাবারই বুঝি ঝাক্কাস আর ধরা খেয়ে থুঃ থুঃ ফেলতে হয়।
তাই ব্লগাররা যেন সেই কষ্টে না পড়েন সে জন্য এই পোস্ট, যে যতটুকু পারেন হেল্প করেন।
যেমন টাঙ্গাইল এর চমচম খাওয়ার জন্য যেতে হবে পোড়াবাড়িস্থ জয়কালী, মাকালী মিষ্টান্ন ভান্ডারে যেতে হবে।
সেন্ট মার্টিনে তাজা মাছ খেতে হলে "হোটেল সোনারগাঁ"(রেস্তোরা)।
নোয়াখালীর মাইজদী টাউনহলস্থ মোহাম্মদীয়ার ক্ষীরমোহনও খেতে ভালো।
নোয়াখালীতে দই খেতে হলে ভবানীগঞ্জের শবে মেরাজ রেস্টুরেন্টের দই।
চট্টগ্রামের কর্নেল হাটের কাশেম খাঁর চটপটি।
কতোয়ালীর বিসমিল্লার ঝাল খাবার (মাংসের কিমাটা আমার বেশী ভালো লেগেছিলো)।
লোপা ব্লগ বলেছেন: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গোপাল ভান্ডারের মন্ডা
একবার খেলে বার বার খাইতে চাইবেন
ধ্রুব তারা বলেছেন: মোহম্মদপুর বিহারী পল্লীর ঐতিহ্যবাহী গাঞ্জা
ডিজে নান্টু বলেছেন: মিরপুর ১১ এর কাবাব উফফ জোসস। বড় মসজিডের পাসে
জাহাঙ্গীর হাবিব বলেছেন: বগুড়ার শেরপুরে সাউদিয়া হেটেলে বগুড়ার দই খেতে পারেন।
রংপুর গেলে- জাহাজ কোম্পানীর মোড়ে সোনালী ব্যাংকের পার্শ্বের গলিতে মিতালী হোটেল এর পরটা ও কলিজি ভাজা খেতে পারেন। নওগাঁয় গেলে - সাব্বরের বিরাণী লাইন দিয়ে খেতে পারেন
জাহাঙ্গীর হাবিব বলেছেন: বগুড়ার শেরপুরে সাউদিয়া হেটেলে বগুড়ার দই খেতে পারেন। রংপুর গেলে- জাহাজ কোম্পানীর মোড়ে সোনালী ব্যাংকের পার্শ্বের গলিতে মিতালী হোটেল এর পরটা ও কলিজি ভাজা খেতে পারেন। নওগাঁয় গেলে - সাব্বিরের বিরাণী লাইন দিয়ে খেতে পারেন
নাজমুস বলেছেন: গৌরনদীর দধি। গৌরনদী বা বরিশালের যে কোন রেষ্টুরেন্টে পাওয়া যাবে।
কালীদাস বলেছেন: পুরান ঢাকায় নান্নার মোরগ পোলাও। বিউটির লাচ্ছি। সবাই চিনে, খায়, তবু বললাম কারণ, পুরান ঢাকার গলিঘুপচিতে যদি হারিয়ে যায়, খাবে কি? জেলখানার পাশে নান্নার মোরগ পোলাও, জোস!
ডিজে নান্টু বলেছেন: মিরপুর ১১ এর কাবাব উফফ জোসস। বড় মসজিডের পাসে
অপ্রয়োজন বলেছেন: ছায়ানীড় (ঢাকা কলেজের সমানে) এর শর্মা আর গ্রীল!! উয়াওও !! (দোকানটা কি এখনো আছে?)
আকাশ_পাগলা বলেছেন: মিরপুর ১ এ বাগদাদ মার্কেটের সামনে গিভ এন্ড টেক এর চাপ আমার কাছে দারুণ লাগছিল। ওদের চিকেন ফ্রাইটাও ভাল্লাগছে।
ঢাকা কলেজের ছায়ানীড় এর শর্মা খুব ভাল্লাগছিল।
মনুমনু বলেছেন: হাতিয়া বাজারের( আফাজিয়া বাজার) গুলগুলা সাথে হাতিয়ার বাদাম ভাজা....
আর যে যা জানেন শীঘ্রই জানান প্লিজ...........(আমার টেস্ট আমার কাছে আপনার টেস্ট আপনার টেস্টের ভিন্নতা হেতু বিতর্ক হতেই পারে)
নীল-দর্পণ বলেছেন: মাদারীপুর জেলায় শিবচরের রসমালাই।
কুমিল্লার রস মালাই এর চাইতে কয়েক গুণ বেশি মজাদার। চ্যালেন্জ্ঞ
সার্থক বলেছেন: ছায়ানীড় রক্স!
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: খুলনার পল্টনের চপ ,ঢাকার নবাবপুরের স্টার হোটেলের কাচ্চি বিরিয়ানী ,গলির মোড়ের হালিম আর চৌরাস্তার তেহারী,ভুনা খিচুড়ী আমার ভালো লাগে।
তািমম বলেছেন: Mohammadpur er special item..........
1. Chap (specially mustakim)
2. camp a bobar biriyani
3. solimullah roader soup
4. solimullah road er kabab r puri
5. jakir hossain road a vajapora
5. ring road a hotel al mahbub er sorma r grill
6. townhall er jannat hoteler grill
Banani....
banani bazar a tajmohol er egg/chicken roal
riffels square....
nich talay apun jwelers er opposite a fuchka.....
gulshan 2 te barlin restourrent(raster upor)er chicken fry
Fokruddin er kacchi
Brahmanbaria te special Chana mukhe misty r du
fardousha ফেরদোসা৩১ মে ২০১২, ২১:১৭
মিরপুর ১ এর গিভ অ্যান্ড টেক,মিরপুর ১০ এর শওকত কাবাব অসাধারণ ।
কল্যাণপুর এর রাঁধুনি হোটেল এর চা, প্রিঞ্চ এর কফি ,মুহাম্মাদপুর এর জান্নাত ও শওকত এর তেহারি ও বিরিয়ানি যদি কেউ এখন পর্যন্ত না খেয়ে থাকেন,তাহলে খুব মিস করেছেন। একবার খেলে বার বার যাবেন ।
দীপ্তপন বলেছেন: মহেশখালী তে গেলে মিষ্টি পান খেয়ে আসতে ভুলবেনা।
৪ জুন ২০১২, ৪:০৪ অপরাহ্ন তারিখে কালো পিঁপড়া বলেছেন নতুন
আমার কিছু অভিজ্ঞতা : -
পুরান ঢাকার ঠাঁঠারী বাজারের ষ্টার হোটেলের মুরগি-মুসাল্লাম আর কাচ্চি
পুরান ঢাকার নবাবপুর রোডে আল-রাজ্জাক এর যেকোন ধরনের মিষ্টি
ধানমন্ডি, রাপা প্লাজার পাশে কস্তুরী'র গ্রীল চিকেন আর নান অসাধারণ
মোহাম্মদপুর, মোহাম্মদী হাউজিং সোসাইটি মেইন রোডের শেষ মাথায় তুবা হোটেলের গ্রীল চিকেন আর নান
মোহাম্মদপুর, টাউনহল এ গ্রীন হোটেলের চাপ (আমার মতে মোস্তাকিমের চেয়ে ভালো )।
ভাবতাছি ভাবতাছি এইতো ।
ভাবতাছি ভাবতাছি এইতো ।
৪ জুন ২০১২, ৫:৫০ অপরাহ্ন তারিখে নয়ন বলেছেন
চাঁদপুরের ইলিশ আসবে না লিস্টে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।