আমাদের কথা খুঁজে নিন

   

আপ্নার ছেলে মুবাইল রুমে রেখে ফাইট দিতে গ্যাছে!!

আমি তোমার পথ চেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার শাখা-প্রশাখা গজাবে, আমি বৃক্ষমানব হয়ে যাবো তবুও আমি অধৈর্য্য হবো না... ... ...

বুয়েটের এক ছাত্র মোবাইল রুমে রেখে পড়ার জন্য ফেন্ড এর রুমে গ্যাছে। এমন সময় বাসা থেকে ফোন আসল। ফোন রিসিভ করলো রুমমেট। রুমমেট বলল- আন্টি আপ্নার ছেলে রুমে মুবাইল রেখে ফাইট দিতে গ্যাছে। এই কথা শুনে ছেলেটির আম্মুতো তো এক্কেরে আকাশ থেকে পড়লো।

সে বলল-আমি কি আমার ছেলেকে বুয়েটে মারামারি করার জন্য পাঠিয়েছি? তখন রুমমেট প্রকৃত ঘটনা খুলে বলল। ফাইট মানে একসাথে স্টাডি করা বা গ্রুপ স্টাডি করা। অনেক সময় এটাকে গ্রুপ-ফাইটও বলা হয়। আরেকটি বুয়েটীয় পরিভাষা আছে চোথা। চোথা মানে পড়াশোনার জন্য স্যাররা বা বড়ভাইয়েরা যে শিট বা হ্যান্ডনোট তৈরি করে ঐগুলো।

প্রথমে যখন বুয়েটে আসলাম এই শব্দটা বলতে ইতস্তত বোধ কর্তাম। এহন কিছুই না। আরেকটি আছে, আতেল-এইটা অবশ্য বুয়েটের বাউন্ডারী পার করে জাতীয় পর্যায়ে ব্যবহৃত হইতেছে। এইডা নিয়া বলুম না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।