আমার ব্যক্তিগত ব্লগ
ভাববেন না আমি চুলের কথা বলছি। কথা গুলো আমার ভাগ্নে তামিমের। আগে সাড়াদিন তামিমের উল্টা পাল্টা কথা শুনতে হতো, এখন আমার ছেলেও তার ভাংগা ভাংগা বুলি দিয়ে এই দলে যোগ দিয়েছে। দুজনের জ্ঞানের কোন কমতি নেই। বলতেই থাকে বলতেই থাকে।
কয়েকদিন আগে মধ্য বাসাবোর "স্বপ্ন"তে গিয়েছিলাম। সাথে ছিল তামিম আর আমার ছেলে। সাড়া রাস্তা তামিমের কথার ভান্ডার চালু ছিল। এর মধ্যে সবচেয়ে বড় প্রসংগ হলো, তামিম অনেক সর্ট কাট রাস্তা চিনে, আমি ভাংগা রাস্তা দিয়ে না গিয়ে বড় রাস্তা দিয়ে রিক্সাওয়ালাকে আনলাম। তামিম বলতে থাকল, তুমি সর্টকাটে না গিয়ে লংকাটে যাচ্ছ।
আমি বোঝালাম, আসলে রাস্তা একই। ও শুনলে না। বার বার বলতে লাগল এইটা হলো লং কাট, আমি এই রাস্তায় স্কুলে যেতাম, সর্ট কাট নিতে হলে... আমি আর তর্ক না করে চুপ থাকলাম। জ্ঞানীর কথায় বিরক্ত হতে নেই। শাফিনও রাস্তায় চলার সময় রিক্সাওয়ালাকে ইন্সট্রাকশন দিতে থাকে, ডানে যাও, বায়ে যাও, তোজা (সোজা) যাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।