আমাদের কথা খুঁজে নিন

   

আমি হাসলাম প্রচন্ড স্বরে। একটি সংসার ভাংগার গল্প সর্ট কার্ট ।।।

হটাৎ করে পুরোনো এক বন্ধু কে দুর থেকে দেখে কাছে এলাম দেখা করতে সাথে ওর বউ আর বাচ্চা ও আছে । ওরা বসে কি যেন কথা বলছিল। কাছ আসতেই বন্ধুটির বউ সালাম দিয়ে মিষ্টি হেসে বসতে বলে। বন্ধু মনে হয় আমার আগমন লজ্জার সহিত গ্রহন করিল। আমি তো কিছুই বুঝলাম না।

ভাবি আমার দিকে তাকিয়ে একে একে বলতে লাগলো ভাইয়া আমি আর পারছি না। আপনার বন্ধু কে বোঝান। আমি হাসতে হাসতে বল্লাম ৪ বছর প্রেম করে বিয়ে করেছ তোমাদের বাচ্চা প্লেতে পরে ওর সামনে কি বোঝাবো। যাই হোক শুরু টা ছিল এভাবে ... ভাবি বলতে থকলো ভাইয়া কিছু মনে করবেন না ও বিয়ের তিন দিন এর মাথায় আমাকে ডিভোর্স দেয় , তার পর আবার বিয়ে করে , এর পর আমি বাচ্চা হবার পর আবার ডিভোর্স দেই তার পর আবার বিয়ে মোট তিন বার বিয়ে করি । আমি তো শুনে আকাশ থেকে পরলাম মানি।

বন্ধুটি মাথা নিচু। আমরা এখন আর স্বামী স্ত্রি নই। তার পর ও আমরা দেখা করি বাচ্চা কে ১ মাস আমার কাছে ১ মাস ওর কাছে রাখি। তার পর ও আমাকে সব সময় হুমকি ধামকি দিচ্ছে বাচ্চা ও নিয়ে যাবে। আমি বলি মানি।

মাথাই নষ্ট কিছু বুঝে উঠবার আগেই বন্ধুটি এবার মুখ খুল্লো । ও বলে তু্ই জানিস না আমি বাসায় থাকি না ও ওর আগের প্রেমিকের সাথে দৈহিক সম্পর্ক করে বিয়ের পর ও আমি বার বার মানা করেছি তার পর ও । আমি হাতে নাতে অনেক বার দরেছি। আমার মান ইজ্ঝত কিছু রাখেনি। এখন ও যে বাসায় থাকে ওই বাসার বাড়ী আলার ছেলের সাথে ওর সম্পর্ক।

আমার ছেলের কি হবে। ওর রুমের ২ টি চাবি একটি ওর কাছে আর একটি ওই ছেলের কাছে। বল কি করবো। তুই সমাধান দে। এর ফাকে ভাবী বলা শুরু করলো ভাইয়া আমি ল এর স্টুডেন্ট আমি দেখলাম ওই ছেলেটার প্রেম এ প্রবলেম তো আমি এটাকে একটা প্রযেক্ট হিসেবে নিয়ে ওর সমাধান করে দিয়েছি।

তো আমার দোষ টা কই বলেন। বাচ্চা ও নিয়ে যাক আমার কোন প্রবলেম নেই। তবে ও পেইন আমি সয্য করতে পারছি না। যাই হোক আমি তো চরম ফাপরে । শেষে সুন্দর বাচ্চা টা কে জিঙ্গেস করলাম তুমি কার কাছে থাকবে বাবা ... ও বাবার কাছে থাকবে বলে জানায় তাই বাচ্চা টা কে আমার বন্ধু কে নিয়ে যেতে বলে সরে পরলাম।

আসতে আসতে ভাবলাম এ যদি হয় প্রেমের অবস্থা আর সংসার তা হলে আমি তো ভালই আছি। বউ কে বাসায় কি একা রাখা তা হলে পাপ । হায়রে ডিজিটাল বাংলাদেশ হায় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.