দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, সাঈদী মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন । কিন্তু কারাগারের কয়েদী ও অন্যান্য আসামীরা তার ফাঁসির রায়ে উল্লাস প্রকাশ করছেন।
দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারের আট নম্বর কনডেম সেলে রাখা হয়েছে। শেলটির নাম ‘রজনীগন্ধা’।
কক্ষটি আট ফুট বাই আট ফুট সাইজের। সাঈদীকে দুপুর আড়াইটার দিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে ফাঁসির আসামীদের পোষাক, টুপি পড়ানো হয়েছে।
সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যার মধ্যে দুটি হত্যাকাণ্ড রয়েছে। এ দুটি ঘটনায় তার মৃত্যুদণ্ডের আদেশ হওয়ায় বাকি ছয়টি অপরাধ প্রমাণিত হলেও নতুন কোনো সাজা দেয়া হয়নি বলে জানান বিচারক।
তবে যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তারা আইনজীবীরা।
সূত্রঃ http://www.sat-din.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।