আমাদের কথা খুঁজে নিন

   

সোমালিয়ায় নারী-পুরুষের করমর্দন নিষিদ্ধ

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জওহারে নারী-পুরুষের করমর্দন নিষিদ্ধ করা হয়েছে। ইসলামিক সংগঠন আল-সাহবাব ওই নিষেধাজ্ঞা জারি করে। এলাকাটি সংগঠনটির নিয়ন্ত্রণে। এছাড়া নারী-পুরুষের একসঙ্গে হাঁটা এবং জনসম্মুখে খোশগল্প করা ও নতুন আইনে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো দেশটিতে এধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আল-সাহাবাব কর্তৃপক্ষ জানান, নতুন আইন অমান্য করলে শরিয়া আইনে তার বিচার করা হবে। মুগাদিসুর বিবিসির জানান, শরিয়া আইনে ওই অপরাধের শান্তি চাবুক পেটা করা। আল-সাহাবাব সংগঠন ইতোমধ্যে কেন্দ্র ও দক্ষিণ সোমালিয়ায় সংগীত নিষিদ্ধ করেছে। ১৯৯১ সালের থেকে সোমালিয়ায় কোনো স্থিতিশীল সরকার ব্যবস্থা নেই। জাতিসংঘ নিয়ন্ত্রিত সরকার শুধু মুগাদিসুর একটি অংশ এবং ছোট কিছু এলাকায় নিয়ন্ত্রণ কে বাংলানিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।