আমাদের কথা খুঁজে নিন

   

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে তিন দফা গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার মোগাদিসুর জাতিসংঘ ভবনের কাছে একটি হোটেলে এই ঘটনা ঘটে।

প্রথম দুইটি বোমা কয়েক মুহূর্তের ব্যবধানে বিস্ফোরিত হয়। ঘণ্টাখানেকের মধ্যে একটি গাড়িতে তৃতীয় বোমাটি বিস্ফোরিত হয়। যদিও নিরাপত্তা বাহিনী তল্লাশি চালানোর পরই ওই গাড়িটিকে হোটেলের ভেতরে ঢুকতে দিয়েছিল।

প্রথম দুইটি বোমার মধ্যে অন্ততপক্ষে একটি আত্মঘাতী ছিল বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামপন্থী জঙ্গিদল আল শাবাব গত আড়াই বছর ধরে মোগাদিশুতে এ ধরনের হামলা চালিয়ে আসছে।

উল্লেখ্য, এই হামলার ঘটনাটি সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দুই দশকের সংঘর্ষের পর গতবছর তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।