আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের টানেই ঘরছাড়া খুদে গানরাজ ঝুমা

প্রেমের টানে ঘর ছেড়েছেন ২০০৮-এর খুদে গানরাজ প্রতিযোগিতার প্রথম রানার আপ সংগীতশিল্পী ঝুম ঝুম আক্তার ঝুমা (১৪)। প্রেমিক ইসরাফিলের (৩৫) হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে। গত ২৩ জুলাই শুক্রবার নরসিংদীর শিবপুর উপজেলার গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার কথা বলে আশুলিয়া এলাকার ঝুট ব্যবসায়ী দুই সন্তানের জনক প্রেমিক ইসরাফিলের সঙ্গে পালিয়ে যায় চ্যানেল আই খুদে গানরাজ কণ্ঠশিল্পী ঢাকা ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্রী। তবে ঝুমার মা বলছেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। অপহরণের অভিযোগ এনে ঝুমার মা জেসমিন বেগম ইসরাফিল ও তার গাড়ির ড্রাইভার ফয়সালের বিরুদ্ধে নরসিংদী কোর্টে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেছেন।

শুনানি শেষে অভিযোগটিকে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য নরসিংদী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। খুদে শিল্পী ঝুমারা তিন বোন। ঝুমা সবার ছোট। বড় বোন রুমি ঢাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে পড়েন।  

খুদে শিল্পী ঝুমার মা জেসমিন বেগম বলেন, দুই থেকে আড়াই বছর আগে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে আশুলিয়ার বাদাইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ঝুট ব্যবসায়ী ইসরাফিলের সঙ্গে ঝুমার পরিচয় হয়।

এর পর বিভিন্ন অজুহাতে ইসরাফিল তার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে। বিষয়টি উপলব্ধি করতে পেরে এক পর্যায়ে মেয়েকে নিয়ে তিনি নরসিংদীর শিবপুরে তাদের গ্রামের বাড়িতে চলে আসেন। তারপরও ইসরাফিল ঝুমাকে ফোন করত। বিভিন্ন সময় ঝুমাকে নানারকম জিনিসপত্র কিনে দিত। ছোট্ট ঝুমা ভালোমন্দ বুঝতে পারত না।

তাকে ফুঁসলিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ঝুমার সঙ্গে দেখা করত। সর্বশেষ গত মাসের ২৩ জুলাই শুক্রবার নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।  

তিনি আরও জানান, বিশ্বস্ত একটি সূত্রে জানতে পেরেছি গত ২৩ জুলাই ঝুমাকে নরসিংদী জেলখানার মোড় থেকে ইসরাফিল ও ফয়সাল একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। এর পর থেকে ইসরাফিলের সঙ্গে যোগাযোগ করলে মেয়েকে ফেরত দেওয়ার দাবি জানালে সে তার মেয়েকে মেরে ফেলার হুমকি প্রদান করে।


পরিবারের অপর একটি সূত্রে জানা গেছে, নিতান্তই গরিব ঘরের সন্তান ঝুমা। চ্যানেল আই খুদে গানরাজ প্রথম রানার আপ হওয়ার পর তাদের ভাগ্যের পরিবর্তন আসে। এই সুবাধে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ঢাকা ক্যামব্রিয়ান স্কুল ও কলেজে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্থানে স্টেজ শোসহ সংগীত পরিবেশন করত।

তার উপার্জনেই চলত পুরো সংসার। আর এই সুবাদে অপ্রতিরোধ্য হয়ে ওঠে অপ্রাপ্ত বয়সের এই কণ্ঠশিল্পী। অভিভাবকদের কথা মোটেই শুনত না সে। তুচ্ছ তাচ্ছিল্য করত অভিভাবক ও তার বড় বোনদের। আর এসবে বাধা দিলেই বাড়ি থেকে চলে যেত।

মাঝে মাঝে পাঁচ থেকে সাত দিন বাড়ির বাইরে থাকত। এসব নিয়ে তাদের পরিবারে অশান্তির সৃষ্টি হয়। আক্ষেপ করে বলেন, ঝুমার এসব কর্মকাণ্ডের জন্য তার বড় বোন পড়াশোনা ছেমড় দেবে বলছে। ঝুমা ওর বড় বোনকে এ পর্যন্ত তিনবার মেরেছে। সবসময় বাইরে থেকে এসেই বড় বোনকে নানান কাজের ফরমায়েস দিত।

এটা দে, ওটা কর। পরিবারের পক্ষ থেকে আরও জানায়, ঝুমা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার দুই দিন পর ইসরাফিল তার কয়েকজন বন্ধুসহ এসে ঝুমার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে টিভি, ফ্রিজ, ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। এ সময় ঝুমার মা বাধা দিলে ইসরাফিল ঝুমাকে তার স্ত্রী হিসেবে দাবি করে। এ বিষয়ে ঝুমার মা বলেন, আমি বেশ কিছুদিন অপেক্ষা করে মেয়ের কোনো খোঁজ ও উদ্ধার করতে না পেরে মামলা করেছি। ঝুমা এবং ইসরাফিল কারও সঙ্গেই আমি এখন যোগাযোগ করতে পারছি না।

আমার মেয়ের বয়স ১৪ বছর। সে আবেগের বশে কাজটা করেছে। এ বিষয়ে কণ্ঠশিল্পী ঝুমার সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায়, কেউ আমাকে অপহরণ করেনি। এ বিষয়টি নিয়ে কোনো কথাও বলতে চাই না বলে ফোনের লাইন কেটে দেয় সে। এ ব্যাপারে নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুনেছি কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

আমি এখনো আদেশনামা পাইনি। আদেশনামা পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.