আমাদের কথা খুঁজে নিন

   

জন্মেছে দুর্লভ 'পান্ডা গরু'



দেখতে পান্ডার মতোই ক্ষুদ্রাকৃতির এই গরু জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্রের কলারাডোয়। ক্ষুদ্র গরুটির গায়ে পান্ডার মতোই চিহ্ন রয়েছে। পান্ডার মতো দেখতে বলেই এই গরুর নাম পান্ডা গরু। জানা গেছে, গোটা পৃথিবীতে মাত্র ২৪ টি পান্ডা গরুর অস্তিত্ব আছে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি জন্ম নেয়া এই পান্ডা গরুটির নাম রাখা হয়েছে বেন। এই পান্ডা বাছুরটির মায়ের নাম লোলাইন আঙ্গুস এবং বাবার নাম ডোনোভান। জানা গেছে, ক্রিস জ্যাসেন নামের এক কৃষকের খামারে জন্ম হয়েছে বেনের। এই ফার্মটিতে ক্ষুদ্রাকৃতির পশু পালন করা হয়। সংবাদমাধ্যমটি জানিয়েছে, জেনেটিক রূপান্তরের মাধ্যমেই জন্মগ্রহণ করেছে বেন।

জন্মের পর তার আকৃতি যেমন হয়েছে পান্ডার মতো তেমনি দেহের রঙেও এসেছে পান্ডার মতোই আকৃতি। এই পান্ডা গরুর দাম হাঁকা হয়েছে ৩০ হাজার ডলার। বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।