তোমার অহংবোধ জন্মেছে খুব
ধরাকে সরা জ্ঞান করছ।
অহংকারে টুইটুম্বর তুমি ভাবছ কত কি?
ঘোর বরষায় পানি ফুলে ফেপে উপছে পড়া দীঘির মতন
দীঘিটির বিশাল জলাশয়ে বিলীন হবার সময় হলেই এমনটি হয়
তার জ্যামিতিক স্বকীয়তা হারিয়ে সে এক সর্বগ্রাসী হয়।
নিজেকে করে লয়
জমিজমা ভিটেমাটি সেগুলোর করে ক্ষয়
তাতে বাস করা মাছগুলো ও তাকে ছেড়ে পালিয়ে যায়।
নিজেকে নিজেই চিনতে পারেনা আসলে তার অস্তিত্ব ধ্বংস প্রাপ্ত হয়।
তুমি অহংকারী ইগোর পাহাড়
ইগোর পাহাড় আকাশ ছুয়েছো
অহংকারে পতন আছে কভু কি ভেবেছ।
ভেবেছ কখনো পাহাড়ের আছে শুধু ক্ষয়
পাহাড়ের আছে ধ্বস,
কত পাহাড় সাগর হয়েছে ভাবনি নিশ্চয়!
সে পাহাড়গুলো আর চেনা যায়না
সেগুলো আর আকাশ ছুয় না
সেগুলোকে কেউ আর পাহাড় বলে না।
সেগুলো আজ মস্ত জলাশয়।
যেমন ছিলে তেমনটি থাক
ভালবাসার মানুষটিকে একটু কাছে ডাক।
প্রেমে বিনয়ের সৃষ্টি
নিজেকে নতুন করে গড়ার শিল্প-কৃষ্টি।
তাইতো মানুষ ভালবেসে সৃষ্টি করে মিষ্টি মধুর ভোর
নতুন সূর্য নিত্য এসে দিয়ে যায় সোনালী রৌদ্দর।
বিনয়ে আছে সৃষ্টি
অহংকারে প্রলয় তুফান
তাই বলি ইগোর পাহাড় ভেঙে ফেল
মুছে ফেল থাকে যদি কোন অভিমান।
সম্মুখপানে চল
জীবনে তুমি সুখপাবে ,পাবে আনন্দমাখা চিরকল্যাণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।