আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল পরিচয়ে দেখতে গিয়ে যে বিড়ম্বনার শিকার হয়েছিলাম ঢাকা সিটিতে-তারই ইতি কথা আজ শোনাব !!!

অজানাকে জানতে এক দূর্নিবার যাত্রা।

সেই ২০০৭ সাল । যেদিন থেকে পার্সোনাল ফোন ইয়ুজ করি। তার কিছুদিন পরের কথা!!! রং নম্বরের মাধ্যমে পরিচয় হয়েছিল একটি মেয়ের সাথে। তখন সে ক্লাস নাইনে পড়ত।

সেই থেকে কথা বলতে বলতে একটা ফ্রেন্ড সিপ রিলেশন হয়। বর্তমানে সে এখন ঢাকা সিদ্ধেশরী গার্লস কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এর আগে বহুবার দেখা করতে চেয়েছে আমার সাথে। । কিন্তু আমি যাই নি দুটো কারনে- ১।

এরকম কোন অভিজ্ঞতা ' নাই ২। ঢাকাতে আমার যাওয়া হয় না সেরকম ভাবে। তাছারা ঢাকা শহরটা ভালোভাবে চিনি না। তবে কিছুদিন হলো সে যেনো ঊন্মাদিনি দেখার জন্য আমাকে,যাইতেই হবে কোন ছারা ছারি নাই। অতঃপর গেলাম সাহস করে !!! ঢাকা মোটা মুটি অচীন শহর আমার কাছে!!! যদিও নাম্বার নেবার জন্য বহুবার মিথ্যে বলেছিলাম যে, প্রায়ই যাই ঢাকাতে।

কিন্তু সময় হয়নি কখনো দেখা করার। এইবার যাচ্ছি সত্যি সিত্য দেখা করতে তার সাথে। খুবই নার্ভাস লাগছিল যখন আমি বাসে করে ঢাকার ঊদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাই হোক অবশেষে নামলাম মহাখালিতে। ফোনে কথা হলো- সরাসরি ওর কলেজ গেটের সামনে যেতে হবে আমি ও রাজি হলাম।

দুঃখজনক হলেও সত্য !!! দেখা হয় নি। কেনোনা, ও মোট চার বার চারটা জায়গার নাম বলেছিলো এবং অপেক্ষা ও করেছিলো কিন্তু সেই জায়গাটা খুঁজে পেতে পেতে আমার যে সময় লেগেছিল - ঐ পর্যন্ত থাকা সম্ভব না হওয়ার কারনে চলে যেতে বাধ্য হয়। অবস্য ওকে বুঝতে দেই নি যে খুজে পাই নি !!! বলেছিলাম ব্যাস্ত আছি । ৭ দিন ছিলাম। শেষের দিন দেখা করতে চেয়েছিলাম।

তাই আমার এক বন্ধুর সহযোগিতা ও নিয়েছিলাম কিন্তু সেদিন আর সে দেখা করতে আসে নি। আমার ঊপর এতটাই রাগ করেছিলো যে - আজ অনেক দিন হয়ে যাবার পর ও আমার সাথে কথা বলছে না। কিছুদিন যাবৎ হল- ফোনটা বন্ধ রেখেছে !!! এমনটা আর আগে কখনও হয় নি ??? কি যে হল ? দুশ্চিন্তায় আছি খারপ লাগছে এই ভেবে যে ও আমাকে ভূল বুঝলো !!! আমি সত্যি এটা চাই নি । কি করব বা কি করার আছে ??? দোষটাইবা কার ছিল ??? কথা আর না হলে ও এতটা খারাপ লাগতো না যদি নরমালি হতো। শুধু শুধু আমাকে ভূল বুঝে গেলো ।

এমন অবস্থার প্রেক্ষিতে কি করার থাকতে পারে ??? যদি কেঊ ঊপদেশের মত জানাতেন ঊপকৃত হতাম। এই আশাতেই এই পোষ্ট- তা ছারা আর কিছুই না। আবারও বলছি সত্যি এটা আমি চাই নি !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.