সোমবার রাতে উপজেলার বরদিয়া আড়ং বাজারে এ ঘটনায় আহত হন দীপক বণিক (২৮)।
আহত দীপককে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়ে বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার বিষ্ণুপুর কাজীর বাজারে ‘নয়ন জুয়েলার্স’ নামে তার একটি স্বর্ণাংকারের দোকান রয়েছে। তিনি বরদিয়া আড়ং বাজার এলাকার বিজয় বণিকের ছেলে।
মতলব দক্ষিণ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল দীপক।
পথে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় তারা দীপককে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ও মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আসিফ ইকবাল বলেন, রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত দীপক বণিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দীপকের বাম হাতে ও বুকের বাম পাঁজরে গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।