ক্যাস্পারস্কাই ইন্টারনেট অ্যাটি-ভাইরাস অনেক জনপ্রিয় একটি অ্যাটি-ভাইরাস সফটওয়্যার। অনেকেই হয়ত ট্রায়াল হিসাবে ব্যবহার করছেন বা পয়সা খরচ করে কিনে নিয়েছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে সম্পূন বিনামূ্েল্য সারা বছর ব্যবহার এবং আপডেট করতে পারবেন।
ডাউনলোড করুন এই লিংক থেকে
kaspersky Internet Security 2011
ইন্সট্যাল করুন। এটির ভারশন হছে ২০১১ , ১০'০'০'২৩২ ।
আপনার যদি একই ভারশন থেকে থাকে তাহলে ডাউনলোড না করলেও চলবে । অন্যথায় ডাউনলোড করুন এবং ইন্সট্যাল করুন। ভারশন সেম না হলে ট্রায়াল রিসেটর কাজ করবে না।
ইন্সট্যাল করা হলে , ট্রায়াল হিসাবে লাইসেন্স একটিভ করুন। ট্রায়াল হিসাবে লাইসেন্স একটিভ করার সময় ইন্টারনেটে সংযোগ থাকতে হবে।
অতপর অ্যাটি-ভাইরাস আপডেট করুন। ৩০ দিন ব্যবহার করুন , নিয়মিত আপডেট ও করুন।
৩০ দিনের ট্রায়াল শেষ হলে এই রিসেটর ডাউনলোড করুন ও লাইসেন্স
রিসেট করে পুনরায় ট্রায়াল হিসাবে লাইসেন্স একটিভ করুন ।
Trial Resetter
কিভাবে রিসেটর ব্যবহার করবেন ?
১। ৩০ দিন পরে লাইসেন্স শেষ হলে , সেটিংস এ যান।
উপরে চার নাম্বার বক্স এ ক্লিক করুন। সিলেক্ট শেল্ফ ডিফেন্স ,
"এনাবল শেল্ফ ডিফেন্স" আনচেক করে , ওকে করে ক্লোজ করুন।
২। রিসেটর রান করুন। রিসেট এ ক্লিক করুন ও অপেক্ষা করুন।
৩। ক্যাস্পারস্কাই পুনরায় চালু হবে। তারপর পুনরায় ট্রায়াল হিসাবে লাইসেন্স একটিভ করুন । এবং ব্যবহার করুন আবার ৩০ দিন। এভাবে যতোদিন ইছা ।
লাইসেন্স ছারাই পুরা অরিজিনাল ভাবে ব্যবহার করতে থাকুন।
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।