প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ কিভাবে বিনামূল্যে ব্যবহার করবেন তা জানিয়ে একটা টেকি পোষ্ট দিয়েছিলাম এর আগে সেখানে দুই একজন আওয়াজ দিয়েছিলেন কিভাবে ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি এক্টিভেট করবেন কী ফাইলের দ্বারা। আমি আশ্বাস দিয়েছিলাম এর উপর একটা লেখা লিখবো। এ লেখা তারই ফসল।
কিভাবে আপনি ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ এক্টিভেট করবেন তা মনযোগ দিয়ে শুনুন এবং ছবি গুলো খেয়াল করুন বোধকরি আপনার আর কোন সমস্যা হবে না।
সবার প্রথমে আপনার মাই নেটওয়ার্ক প্লেস থেকে প্রপারটিজ খুলুন এর পর থেকে লোকালএরিয়া কানেকশন ডিসএবল করুন।
ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ ওপেন করুন একবারে ডান পাশে নিচে লাইসেন্স এ ক্লিক করুন এক্টিভেট দি এপ্লিকেশন উইথ নিউ লাইসেন্স এ ক্লিক করুন
এন্টার দি এক্টিভেশন কোড বক্সে লিখুন বা কপি পেষ্ট করুন
BR64D-DPWME-41E31-XDMY4
অথবা এক্টিভেট ট্রায়াল লাইসেন্স এ ক্লিক করুন
নেক্সট বোতামে চাপ দিন একটা এরর মেসেজ পাবেন
কোন চিন্তা নাই ওকে বাটন চাপুন।
কী ফাইল ব্রাউজ করে চিনিয়ে দেবার অপসন আসবে ব্রাউজ করে যেখানে কী ফাইল আছে চিনিয়ে দিন এবং নেক্সট বোতাম চাপুন
আপনার দেয়া কী ফাইলটি ব্ল্যাক লিষ্ট না হয়ে থাকলে আপনার কাজ শেষ।
ও মনে করে মাই নেটওয়ার্ক প্লেস থেকে লোকালএরিয়া কানেকশন আনেবল করে নিন।
আর উপভোগ করুন ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ বিনা মূল্যে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।