I am waiting for someone and I know she will ever come. আজ অনেক আনন্দ লাগছে। রজাকার সাঈদীর ফাঁসির আদেশ শুনে। মনে হচ্ছে নিয়মিত শাহবাগে যাওয়ার কিছুটা হলেও সফলতা পেয়েছি। আমরা যারা দেশেপ্রেমী মানুষ তারা নিশ্চয়ই দল মত নির্বিশেষে রাজকার ও যুদ্ধাপরাধীর ফাঁসি চাই…? কিন্তু এই মুহুর্তে একটা বিষয় খুব খটকা লাগছে। শেখ হাসিনার বিয়াই আর্থ্যাৎ সায়মা প্রতুলের শ্বশুর রাজাকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তাহলে কি ফাঁসি দাবি আমরা তুলব না…? তিনিও তো একজন রাজাকার…! না’কি তারা এখন ক্ষমতায় বলে আমাদের সাহস হচ্ছে না তার বিচারের দাবি তোলার ।
কিন্তু আমরা যারা শাহবাগের প্রেরণায় উজ্জ্বীবিত । তারা তো ভয় পাওয়ার পাবলিক নই। শত ভয় ভীতি উপেক্ষা করে আমরা আন্দোলনের হাল ছাড়ি নি। হাল ছাড়তেও চাই না। তাই আমাদের উচিত আজ রাতের মধ্যেই সব ব্লগারদের কমপক্ষে একটা করে লেখা পোস্ট করা ।
যেখানে রাজাকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিচারের দাবির কথা থাকবে। না’কি আমরা তার বিচারের জন্য বিএনপির উপর দায়িত্ব চাপিয়ে দিব। আর আমরা সাঈদীর ফাঁসির খুশিতেই আন্দোলন থামিয়ে ঘুমিয়ে পড়ব। বিষয়টি ভেবে দেখতে আমি খুব চিন্তায় আছি। আপনি….. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।