মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
র্র্চট্টগ্রামে সাঈদীর ওয়াজ মাহফিল অনিবার্য কারণে অনুষ্ঠিত করার ব্যপারে বাঁধা আরোপ করেছে সরকার। কারণ কি জানিনা, সম্ভবত এটা একটা রাজনৈতিক সমাবেশ বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
আমার খেয়াল আছে ৮৯'এ কলেজিয়েট স্কুলে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখেছিলাম মাঠে বিশাল শামিয়ানা, পরে কোন কারণে সেটা প্যারেড গ্রাউন্ডে ট্রান্সফার হয়। এর পর থেকে কলেজিয়েট স্কুলের মাঠ ছেড়ে, প্যারেড গ্রাউন্ড হয়ে দাঁড়ায় মাহফিল স্থান। আমার ভাগ্য ভাল স্কুল জীবনে এত বড় যন্ত্রণার মুখোমুখি হতে হয়নি।
তবে কলেজিয়েট এ শিবিরের প্রচ্ছন্ন প্রভাব সবসময় ছিল। হলে গোপনে শিবিরের রাজনীতি সবসময়ই চলতো। কাছেই ছিল সিটি কলেজ এবং ইসলামিয়া কলেজ। ইসলামিয়া কলেজ শিবির অধ্যুষিত, সিটি কলেজ ছাত্রলীগ সমর্থিত। দুই কলেজের ভয়াবহ একে-৪৭ যুদ্ধের চিহ্ন, এখনো আমাদের নন্দনকাননের বাসার বারান্দায় আছে।
সেয়ানে সেয়ানে যুদ্ধ, হার-জিত নাই, খালি ড্র। অবশ্য চট্টগ্রামের মেজর কলেজগুলোতে শিবিরের একছত্র আধিপত্য। চট্টগ্রাম কলেজ, মহসীন কলেজ , কলেজ দুটোর হোস্টেল, মহসীন কলেজের পিছনের উপত্যকা , পাহাড়ের পকেট পুরো জায়গায় শিবিরের বেসরকারী ক্যান্টনমেন্ট। প্যারেড গ্রাউন্ড হচ্ছে চট্টগ্রাম কলেজের খেলার মাঠ। সুতরাং সেখানে সাঈদীর ওয়াজ মাহফিল হবে সেটাই স্বাভাবিক।
সাঈদীর ওয়াজ লাইভ না শুনলেও, ক্যাসেট বন্দী ওয়াজ শুনার শোচনীয় অভিজ্ঞতা আমার আছে। নটরডেমে পড়ি তখন, মাঝে মাঝেই চট্টগ্রাম আসা হয়। একবার চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময়, এক বন্ধু বলল ওর বাবা ও একই দিন ঢাকা যাবে। সুতরাং আমিও , (সাথে আরো এক বন্ধু ছিল) ওর বাবার প্রাইভেট কারে জয়েন করতে পারি। উত্তম প্রস্তাব।
গাঁটের কিছু পয়সা বাঁচবে। কিন্তু সাথে এরকম ভয়াবহ যন্ত্রণা নিয়ে আসবে ভাবিনি।
সারা পথ চাচা TDK 90M রেকর্ড করা সাঈদীর ওয়াজ বাজালেন। মাথা পেটের ভেতর গুঁজে ও রক্ষা পাইনি। প্রিজন ভ্যানে বসা কয়েদীর নির্মমতায় সাঈদীর ভয়াবহ লিঙ্গ প্রধান বক্তৃতা শুনলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।