আমাদের কথা খুঁজে নিন

   

গাংনীর ঘরজামাইদের আন্দোলনের প্রস্তুতি

আমি পড়তে ভালোবাসি

http://www.onnbd.com মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ঘর জামাইরা ভাল নেই। নানা বঞ্চনা গঞ্জনা আর ধিক্কার নিয়ে শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে তাদের। এমনই অভিযোগ তুলে নায্য অধিকার আদায় ও সরকারী ভাতার দাবিতে আন্দোলনে যাবার প্রস্তুতি নিচ্ছে । গত রোববার গাংনী ফুটবল মাঠে ঘরজামাই কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে তাদের এ দাবি আদায় হবে কিনা তা কেউ নিশ্চিত নয়।

সমাবেশে ঘর জামাই কমিটির সভাপতি সেকেন্দার আলী জানান, মেয়ের বাবার ভাবনা জামাতা ঘরে থাকলে মেয়ে চোখের সামনে থাকবে। বৃদ্ধ বয়সে তাদের আশ্রয়ে থাকা যাবে। তারা ছেলের ভুমিকা পালন করবে। তাই ঘর জামাই রাখা। অথচ কিছু দিন পরে তা হিতে বিপরিত।

হাড়ভাঙ্গা খাটুনির পরও তাদের মন যোগানো যায় না। খোটা শুনতে হয়। স্ত্রীরাও ইচ্ছেমত চলাফেরা করে। শালাশালিরা কটুক্তি করে নানা কথা বলে। এর প্রতিকার হওয়া উচিৎ।

ঘরজামাই কমিটির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম জানান, অনেক শ্বশুর রয়েছেন যারা জমিজিরাত দেখাশুনা ও ছেলে মেয়েদের দেখাশুনার জন্য ঘর জামাই রাখেন। কিন্তু ছেলেরা বড় হলে দুলাভাইকে আর ভাল চোখে দেখেন না। বিস্তারিত http://www.onnbd.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।