মেহেরপুরের গাংনী উপজেলার খাস মহল গ্রামে চোরাচালান বিরোধী এক সফল অভিযান চালিয়ে চোরাচালানী সদস্য ও আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী বিল্লাল হোসেনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-৬ ) গাংনী ক্যাম্পের সদস্যরা।
আটক বিল্লাল হোসেন খাঁশমহল গ্রামের নুর বকসের ছেলে।
অভিযানে চোরাচালানি বিল্লাল হোসেনের কাছ থেকে তিনটি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, পাঁচটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়েছে।
আজ বিকালে খাস মহল গ্রামের সীমান্ত এলাকায় র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন সংগীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র চোলাচালানের সাথে জড়িত বিল্লাল হোসেন।
ভারত থেকে অস্ত্রগুলো চোরাচালানের মাধ্যমে নিয়ে আসে বিল্লাল। গোপন সংবাদের ভিত্তিতে খাস মহল গ্রামের সীমান্ত এলাকায় অবস্থান নেন র্যাব সদস্যরা। কাটা তারের বেড়ার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে গ্রামে প্রবেশের সময় র্যাব সদস্যরা তাকে আটক করে। ক্যাম্পে এনে তাকে জিজ্ঞাবাদা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
এদিকে এলাকার কুখ্যাত সন্ত্রাসী বিল্লাল হোসেন অস্ত্র গুলিসহ আটক হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দ বইছে।
এলাকাবাসি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিল্লাল নিজেকে মেহেরপুর পুলিশ সুপারের সোর্স পরিচয় দিয়ে এলাকার নিরিহ লোকজনের কাছ থেকে অর্থ আদায় করে থাকতো। তার বিভিন্ন সময়ে এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে অর্থ হাতিয়ে নিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।