http://www.facebook.com/Kobitar.Khata
টেংটুংটেংটুংটেংটুং........................ (মোবাইলের রিংটোন)
- হ্যালো...
- হ্যালো স্যার, আমি বাংলা লায়ন থেকে ....... বলছি। স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি?
- জি বলুন।
- স্যার, আপনি কি ইন্টারনেট ইউজ করেন?
- জি করি।
- স্যার আপনি কোন কানেকশানটি ইউজ করছেন জানতে পারি।
- জিপি।
- স্যার গ্রামীন নিয়ে কি আপনি স্যাটিসফাইড?
- হুম..... স্যাটিসফাইড হওয়ার মতো কারণ আছে আবার সেটিসফাইড না হওয়ার মতো কারণও আছে।
- স্যাটিসফাইড হওয়ার কারণটা জানতে পারি?
- কারণটা হচ্ছে আমি দেশের যেখানেই যাচ্ছি নেটওয়ার্ক পাচ্ছি।
- কিন্তু স্যার, এদের স্পিড কিন্তু খুবই বাজে। (কথাসত্য)
- আমি শুনেছি বাংলা লায়নের স্পিড আরো বাজে।
- না স্যার, এটা ভুল শুনেছেন।
- আপনাদের তো অনেক গুলো প্যাকেজ আছে। ৬০০ টাকার যে প্যাকেজটি আছে তার স্পিড ১২৮কেবিপিএস। আমার পরিচিত যারা এ প্যাকেজটি ব্যবহার করেছে তারা বাংলা লায়নের ব্যপারে ভাল কিছু বলেনি।
- স্যার, আমাদের ৬০০ টাকার আনলিমিটেড যে প্যাকেজটি ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এখন ৬০০ টাকার যে প্যাকেজটি এটাতে আপনি ব্যবহার করতে পারবেন ১.৮ জিবি।
আর স্যার, আপনি স্পিড পাচ্ছেন ৫১২কেবিপিএস। (এই কথা শুনে লাস্যময়ীর কথায় আরেকটু মনোযোগ দিতে হলো)
- ১.৮ জিবি, স্পিড ৫১২, মাসে ৬০০ টাকা। তার মানে ভ্যাটসহ ৭০০ টাকার মতো পড়বে?
- না স্যার, এটা প্রিপেইড। এটাতে আপনাকে ভ্যাট দিতে হবে না। ( একথা শুনে লাস্যময়ীর কথায় মনোযোগ আরো বাড়ালাম।
)
- তো আপনাদের মডেম কতো?
- স্যার, আমাদের এখন একটি অফার চলছে। মডেমের প্রাইস ধরা হয়েছে মাত্র ১২৯৯!! কিন্তু স্যার এই অফারটি যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে। কারণ স্যার আমাদের এই অফারটি ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আমরা এখন পর্যন্ত কন্টিনিউ করছি। সো স্যার, যে কোন সময় অফারটি বন্ধ হয়ে যেতে পারে।
(এই কথা শুনে মাথা একটি ঝাকি দিলাম। মডেম এর দাম মাত্র ১২৯৯ টাকায় নিয়ে আসল কখন?)
- স্যার আপনি কোথায় থাকেন?
- উত্তরা।
- উত্তরায় আমাদের নেটওয়ার্ক এর আওতায়, স্যার।
..................................
..................................
................................
- স্যার, আপনি নিলে কিন্তু অবশ্যই প্লাজা থেকে নেবেন। উত্তরায় কিন্তু অনেক ডিলার আছে।
ডিলারের কাছ থেকে না নিয়ে প্লাজা থেকে নেবেন। আমাদের অনেক কাষ্টমারের সাথে কথা হয়েছে যারা কোন প্রবলেম ফেইজ করলে ডিলারের কাছে গিয়ে বলতে পারছে না। কিন্তু ডিলারের কাছ থেকে নিলে হয় কি স্যার, অনেক ডিসকাউন্ট থাকে, অফার থাকে। এই অফার গুলো স্যার ডিলার পায়। কিন্তু আপনি প্লাজা থেকে নিলে সরাসরি এই সুবিধাগুলো পাচ্ছেন, ওকে? (আবার চিন্তায় পড়লাম।
ঘটনা সত্য নাকি?)
- স্যার, গুলশান ১ এর জব্বার টাওয়ারের সেকেন্ড ফ্লোর।
- সেখানে গেলে আমি এখন এই রেটে কিনতে পারবো?
- জ্বি স্যার। কিন্তু যে কোন সময় এ অফার বন্ধ হয়ে যেতে পারে স্যার।
- যে কোন সময় বন্ধ হতে পারে মানে কি? আমি কি ২/৩ দিনের মধ্যে গেলেই হবে? আমি আপনার কথা ধরে সেখানে গেলাম তখন তারা বলবে এ অফার শেষ। তখন আপনাকে শাস্তি দেয়ার জন্য হাতের কাছে তো পাবে না।
- ( রিনিঝিনি হাসির ঝংকার তুলে) যে কোন সময় এ অফার শেষ হয়ে যেতে পারে স্যার। স্পেসিফিক সময় আমি আপনাকে বলতে পারব না।
- আপনি আমাকে একটি নির্দিষ্ট সময় বলে দিলে আমি যেতে পারি।
- তাহলে স্যার, আপনি আজ কালকের মধ্যে যান।
- ওকে, তাহলে আমি আগামীকাল যেতে পারি।
ভাইসব, এখন আপনারা বলুন আমি কি করব? আমি কি এই লাস্যময়ীর পাতা ফাঁদে পা দেব? সে যে ভাবে বলতে তাতে আমার মনে হচ্ছে ভাল হবে। কিন্তু বলা কথা আর বাস্তব তো এক হয় না। ৫১২ স্পিড, ১.৮ জিবি লিমিট, ৬০০টাকা। হিসেব করলে আমার কাছে মনে হচ্ছে গ্রামীন থেকে অনেক ভাল। কারণ গ্রামীন ১ জিবি দিয়ে ২০/২২ দিন ব্যবহার করতে পারি।
মাস হিসেবে ধরলে প্রতিমাসে সেই ৫০০ টাকার বেশীই যায়। তা ছাড়া ৫১২ স্পিড খারাফ হলেই বা কত খারাপ হবে?
আমি এখন কি করব?
আমি এখন কি করব?
আমি এখন কি করব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।