আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নখোর ঘুমে

সামুদ্রিক বিভ্রম

আমি ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখার মতো- সব চেয়ে ব্যস্ততম পথে গমনেচ্ছুক সাপেরা ভয় পেয়ে নিখোঁজ হলো; আমি তাদের গল্প বলি। কুমারীদের পোদের ওমখোর টিএসসির ছাড়পোকাটির গল্প করি। নিউজপ্রিন্টের রগরগে জমানা যে দেখেনি; কর্ণফুলির হলুদ পাতায় বেড়ে ওঠা ছাড়পোকার ছানা থেকে কী করে সে টিএসসির কুমারীদের দখলে নিলো, সেই গল্প বলি নিখোঁজ সাপেদের। ওরা সাহস পায় কুকুরের বমির ঘ্রাণ ধরে ধরে ওরাও পৌঁছুতে চায় শাহবাগ এলাকায়, নীলক্ষেতে, গুরুদুয়ার সাদা বিল্ডিংএ। রমনা এলাকার একটি প্রজাপতি হঠাৎ গল্প জুড়ে দ্যায় আমার ঘুমের সাথে; ফলে স্বপ্নটি অসমাপ্ত হয়ে ওঠে, এবং আমি জানাতে পারি সে আজ কার বক্ষে বসে কার মুণ্ডু দেখেছে; ছায়ানটে নজরুল বেজে চলে- এই অভিযোগে আত্মহত্যা করা তানপুরায় বসবাসরত ঘুনপোকা উদ্বাস্তু হলে প্রতিবাদে মুখর হয় ওমখোর টিএসসি। আমি তাদের গণতান্ত্রিক অধিকার সেঁকে স্বপ্ন বেলে খাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.