আহসান জামান
যাকিছু প্রিয়, যাকিছু ভালো লাগে
দ্রুত ফুরিয়ে যায়;
কার্পাস তুলোর মতো উড়ে যায়;
কোথাও দূর অজানায়।
হাত ফসকে, মনের স্নায়ু থেকে খসে
মুছে যায় সত্ত্বর; মেলে না কিছুই আর!
কেবল হা-খোলা দরজার মতো
তাকিয়ে থাকি বিকেলের রোদ্দুর ডোবা দেখি;
অন্ধকারের ঘন নিঃশ্বাসে বাড়ীফেরার মানুষগুলো
কী উর্দ্ধশ্বাসে ঘরে ফিরে; আমি তখন হাতেরপাঁচালী জড়ো করি।
ভুতুমের চোখের ভিতর কী এতো তৃষ্ণা থাকে
শূন্যতা বুকে নিয়ে বিশাল আকাশ
জেগে থাকে একা; সারা দিনরাত।
একদা ইচ্ছে ছিলো;
শৈশবের তেপান্তর পাড়ি দিবো,
সমুদ্রের বালির মতো ফেরারী হবো
মনচোখে আনন্দের চিল এসে ছোঁ মারতো স্বপ্নজালে;
খাঁচাবন্দী পাখির ডানায় পথ খুঁড়তাম আপনমনে।
স্বপ্নখোর মানুষ আমি; যেভাবেই বেড়ে ওঠি; দেখি -
গোটাজীবনটাই তেপান্তর, সময়েরা সমুদ্রবালি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।