আমাদের কথা খুঁজে নিন

   

মানবজীবনের বিভিন্ন পর্যায়সমূহঃ ২০১১ এর প্রথম ফানপোস্ট

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। অনেক অনেক পোস্ট এসেছে গত দুইদিনে, স্টিকি হওয়ার প্রবণতাও বেড়ে গেছে সামুতে অনেক- আশার কথা বলতে পারি। নতুন বছরে শুধু শুভেচ্ছ পোস্টই থাকবে, ফানপোস্ট থাকবে না- এটা কেমন কথা? ২০১১ এর প্রথম বিশুদ্ধ ফানপোস্ট নিয়ে আমি তাই হাজির হচ্ছি, আসুন দেখি মানবজীবনের বিভিন্ন পর্যায়ের শ্রেণীবিভাগ। ১-৩ বছর এটা হচ্ছে মানুষের আদর স্টেজ। এই স্টেজে মানুষ সবার আদর পায় এবং মহানন্দে থাকে।

যা দেখে তাতেই আনন্দ। রিমোট কন্ট্রোল গাড়িও আনন্দের, নিষ্প্রাণ পুতুলও আনন্দের। ৩-৫ বছর এই সময়টা হচ্ছে "কেন" স্টেজ। এই স্টেজে মানুষ সবকিছুতেই কেন কেন করে এবং অবধারিতভাবে ঝাড়ি খায়। ৫-৮ বছর এই বয়েসটা হচ্ছে ভয় স্টেজ।

এই বয়সে সবকিছুতেই মানুষ ভয় পায়। বিদ্যুৎ চলে গেলে জানালার ফাঁক দিয়ে রূপকথার দৈত্য-দানো-ডাইনি সব চলে আসতে থাকে, খাটের নিচে ভূতও বসে থাকতে পারে। বাথরুমে তেলাপোকা থাকলে দৌড়ে চলে আসা এই সময়টাতে ঘটে। ৮-১৩ বছর চলে এল আমাদের অভিমান স্টেজ। সবকিছুতেই অভিমান, বালিশে মুখ গুঁজে/বাথরুমে ...লুকিয়ে কাঁদা।

স্কুলে বান্ধবী মোটকি বলেছে/বন্ধু পেন্সিলে খোঁচা দিয়ে খেলায় নেয়নি- মহা মনোকষ্টের বিষয়। ১৩-১৮ বছর এই হচ্ছে বিদ্রোহী স্টেজ। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদীনি! বাইনারিতে বলগে গেলে বলা যায় ডোন্ট কেয়ার স্টেজ । ছেলেদের ক্ষেত্রে- তুই মারবি আমারে? পারলে লয়া আইস তর এলাকার সবাইরে...দেখমুনে আর মেয়েদের ক্ষেত্রে- আম্মু আমার উপর এত খবরদারি করবা না। আমার যেইটা মন চায় সেইটা করব, বেশি কিছু বললে চলে যাব বাসা থেকে! প্রেমে পড়ার জন্যও আদর্শ স্টেজ বলা যেতে পারে, বিদ্রোহী বলে কথা! ১৮-২৪ বছর এই বছর গুলো হচ্ছে হাল ছেড়ে দেয়া স্টেজ এর বছর।

আমাকে দিয়ে কিছু হবে না- টাইপ জগতের যাবতীয় মহৎ চিন্তা মানুষের মনে এই সময়েই আসে। এর পেছনের কারণ হলো এর আগের স্টেজে পড়া প্রেমে ছ্যাঁকা খাওয়া এবং বাস্তবতা বুঝার কারণে বিতৃষ্ণা চলে আসা জীবনে। ব্লগগুলোতে এই স্টেজের ব্লগারদের কল্যাণে কবিতার বন্যা বয়ে যায়। ২৪-৩০ বছর জীবন পরিবর্তন স্টেজ। শুভস্য শীঘ্রম! অবিবাহিতদের জন্য জীবনের পরিসমাপ্তিও বলা যেতে পারে চাকরি বাকরি, সংসার, সবকিছুতেই নতুনত্ব, তবু জীবন কেন যেন মরহুম হয়ে যায়।

৩০-৫০ বছর জীবনের ভার টানা স্টেজ হচ্ছে এটা। জীবনের ভার টানতে টানতে ক্লান্ত। পুলাপাইন মানুষ করা এই সময়ের অন্যতম লক্ষ্য ৫০-xx বছর এটা হচ্ছে "আনপ্রেডিক্টেবল" স্টেজ এনি টাইম- ইন্নালিল্লাহ... হুমায়ূন আহমেদীয় আনপ্রেডিক্টিবিলিটিও হতে পারে কারও কারও ক্ষেত্রে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।