শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা চৌদ্দ নম্বর সেক্টরের বিশ নম্বর রোডের তেত্রিশ নম্বর বাড়ির পিছনে ওই বস্তা পাওয়া যায়
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম বলেন, লাশটি ছিল দুই টুকরো। কোমর থেকে নিচের ও উপরের অংশ দুটি আলাদা দুটি বস্তায় ভরে দুই খণ্ড আবার এক বস্তায় ভরা ছিল।
“নিহতের বয়স আনুমানিক ত্রিশ বছর। তার পরনে ছিল নীল স্যুয়েটার আর প্রিন্টের ওড়না। তবে শরীরের নিচের অংশের কোনো পোশাক ছিল না।
”
গলায় কালো দাগ থাকলেও শরীরে আর কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি বলে এসআই ফিরোজ জানান।
তিনি বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। কীভাবে এটা ঘটেছে ময়নাতদন্তে তা স্পষ্ট হবে। ”
এই পুলিশ সদস্যের ধারণা, পাঁচ-ছয়দিন আগে হত্যার পর বস্তায় ভরে লাশটি ওই স্থানে ফেলা রাখা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।