একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!
প্রথমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বিগত সব বছরের চেয়ে নতুন এ বছরটি হয় আপনার জন্যে অনেক আনন্দের; সুখের।
(গত পর্বের পর। পর্ব-১ এবং পর্ব-২ পড়ার জন্যে এ পর্বের শেষে লিংক দেয়া হলো)
১৮. ১৯. ২০. ও ২১. সূদী কারবারে জড়িত ব্যক্তিবর্গঃ
যে সুদ খায়, যে সুদ দেয়, যারা সুদী কারবার লিখে এবং যারা এর সাক্ষী হয় তারা সকলেই মালাউন। এবং এদের প্রতি আল্লাহর লা'নত।
২২. ২৩ ও ২৪. উৎকোচের সাথে জড়িত ব্যক্তিবর্গঃ
এ সম্পর্কে মহানবী (সা.) বলেনঃ "যে উৎকোচ নেয় ও যে দেয় এবং এ দুয়ের মধ্যস্থতাকারী সকলের উপর আল্লাহর লা'নত। " (আহমদ ও তাবরানী)
২৫. যাকাত প্রদানে অস্বীকৃতি প্রদানকারীঃ
তার উপরও আল্লাহর লা'নত। আলী (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, এর মধ্যস্থতাকারী এবং যে যাকাত প্রদানে পৃষ্ঠপ্রদান করেন তাদের উপর আল্লাহ'র লা'নত। " (আহমদ ও নাসাঈ)
২৬. বিচ্ছুকে আল্লাহ লা'নত করেনঃ
এ সম্পর্কে রাসূল (সা.) বলেনঃ "আল্লাহ বিচ্ছুকে লা'নত করেন, যে মুসল্লী ও গর-মুসল্লী কাউকেই দংশন থেকে রেহাই দেয় না। ...
২৭. মাতা পিতাকে গালিদাতাঃ
রাসূল (সা.) বলেনঃ "আল্লাহ লা'নত দেন ঐ ব্যক্তিকে যে তার মাতা-পিতাকে গালি দেয়।
" (নাসাঈ ও বায়হাকী)
২৮. মাতা পিতার নাফরমানঃ
(চলবে....)
(পর্ব-১ পড়তে এখানে ক্লিক করুন)
(পর্ব-২ পড়তে এখানে ক্লিক করুন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।